নিজের জীবন বাজি রেখে খ্যাপা ষাঁড়ের থেকে ঠাকুমাকে বাঁচালেন যুবক, নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে সচরাচর এমন কিছু দৃশ্য প্রকাশ্যে আসে, যা রীতিমতো অবাক করে সাধারণ মানুষকে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাড় হিম হয়ে যাওয়ার উপক্রম। নিজের প্রাণের পরোয়া না করেই, উন্মত্ত ষাঁড়ের হাত থেকে নিজের ঠাকুমাকে বাঁচিয়েছে এক কিশোর। ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড়ে। সংশ্লিষ্ট স্থানের সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখে চমকে গিয়েছেন সবাই।
ভিডিওতে দেখা যাচ্ছে, বয়স্কা এক মহিলা হেঁটে আসছিলেন। তবে হঠাৎ করেই একটি উন্মত্ত ষাঁড় তার দিকে তেড়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই শিংয়ের গুঁতোয় অন্য এক বাড়ির দরজায় তিনি ছিটকে যান। এই পরিস্থিতিতে তাকে বাঁচাতে ছুটে আসে তার নাতি। তাকেও গুঁতোতে শুরু করলে সে রাস্তায় পড়ে যায়। তবুও ভয় না পেয়ে ঠাকুমাকে বাঁচাতে যায় সে। এরপর ওই ষাঁড় তাদের দিকে ধেয়ে আসলে স্থানীয় বেশ কয়েকজন জড়ো হয়ে লাঠি উঁচিয়ে তাড়া করেন ওই ষাঁড়টিকে।
পরে তাদের দুজনকে উদ্ধার করেন প্রতিবেশীরা। তবে ঠাকুমা-নাতি দুজনেই সামান্য আহত হয়েছেন। ভিডিওর ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় সেটি।
পাশাপাশি ওই কিশোরের প্রশংসা করেছেন সকলে। যেভাবে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঠাকুমার প্রাণ বাঁচিয়েছে, তা সত্যিই অকল্পনীয়। এক কথায় বলতে গেলে, নাতির কারণে নতুন জীবন ফিরে পেয়েছেন ঠাকুমা।