শরিরে যৌবনের আগুন জ্বলছে, ‘টিপ টিপ বর্ষা পানি’ গানে উত্তাল নাচে তোলপাড় যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া এমন একটি স্থান যেখানে মানুষ তার নিজের অবসর সময় কাটাতে ভালোবাসে। তবে অবসর সময় কাটাতে গেলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য কিছু দেখা দরকার। আর সেখানেই জায়গা করে নিয়েছে নানান ভাইরাল ভিডিও অথবা ছবি। সেসব দেখেই আজকাল মানুষ তাদের অবসর সময় কাটাতে আসে সামাজিক মাধ্যমে। করোনার জেরে লক ডাউনের ফলে মানুষের মধ্যে সামাজিক মাধ্যমে আসা যাওয়ার হার আরও বেড়ে গিয়েছে।
করোনা কালেই মানুষ ঘরে বসে থাকলেও সোশ্যাল মিডিয়াকে বানিয়েছে যোগাযোগ মাধ্যম। সেখানে মানুষ যেমন একে অপরের সঙ্গে কথা বলগে পারে তেমনি তাদের দেখতে পায়। এই সোশ্যাল মিডিয়ার একটি অংশ জুড়ে বিস্তার করে আছে ভাইরাল নাচ ও গানের ভিডিও। সেখানে নানান নাচের ও গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। আর তা মানুষের পছন্দ হলে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে চারিদিকে।
সম্প্রতি ইউটিউব প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন যুবতী নাচ করছেন। তার পরনে রয়েছে হালকা বাদামী বর্ণের শাড়ি। ওই যুবতী একটি বাড়ির ছাদে ‘মোহরা’ ছবির গান ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচ করছেন। নব্বই দশকের ছবি ‘মোহরা’-তে গানটি গেয়েছিলেন অল্কা ইয়াগনিক (Alka Yagnik) ও উদিত নারায়ন (Udit Narayan)।
গানটি এখনও বেশ জনপ্রিয় মানুষের কাছে। ভিডিওটিতে নৃত্য পরিবেশন করা যুবতীর নাম শ্রীতমা বৈদ্য। তিনি তার নিজের ইউটিউব চ্যানেলের নিজের নাচের ভিডিও প্রকাশ করেন। ইতিমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তার নাচের ভিডিওটি কয়েক মাসের পুরনো হলেও ফের ভাইরাল নেট দুনিয়ায়।