সুন্দরী বলিউড ডিভাদেরও অভিনয়ে হার মানাবে ১০ বছরের এই খুদে কন্যা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার তালিকায় অনেক কিছু রয়েছে। তাতে যেমন নাচ গান প্রকাশ হয় তেমনি কিছু জিনিস স্বতস্ফূর্ত বার্তা দেয়। আবার সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক মানুষকে সুপ্ত প্রতিভাকে বিশ্বের সামনে আনার সুযোগ পান।
বিশেষত এই লকডাউন এর সময় থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বাচ্চার প্রতিভার নজির মিলেছে। আসলে প্রত্যেক বাচ্চার মধ্যেই থাকে প্রতিভা কে কোন দিক থেকে বড়ো হবে তা বলা যায় না। তাই বাবা মায়ের উচিত বাচ্চাদের শখের দিকে নজর দেওয়া ও উৎসাহীত করে তোলা।
ছোট থেকে তাদের উৎসাহ দিলে তারাও যে নিজের পরিচয় গড়ে তুলতে পারবে তারই প্রমান মিললো আবার। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল রাশি শিন্ডে নামক এক দশ বছরের কন্যা। তার অসাধারন প্রতিভা দিয়ে মন জয় করে নিলেন প্রতিটি দর্শকের। এক্সপ্রেশন হোক বা নাচ এটুকুতেই যে দুটোটেই দক্ষ তা স্পষ্টত ফুটে উঠলো।
রিকোভারি মাস্টার নামক একটি ইউটিউব চ্যানেল থেকে তার কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ছম ছম ছম, ধীরে ধীরে সে সহ বেশ কয়েকটি গানে নেচে ভাইরাল হল সে। ভিডিওটি সামনে আসতেই লাইক ও কমেন্ট উপচে পড়েছে। অনেকেই বাচ্চাটির প্রশংসা করেছেন। পরবর্তীতে এই বাচ্চারাই যে কখনো সেলিব্রেটি হয়ে উঠতে পারে না তাও বা কে জানে। তাই সবার উচিত নিজেদের বাচ্চাদের এভাবে উৎসাহিত করার।