ছেলেকে সঙ্গে নিয়ে এই প্রথমবার কলকাতা ছাড়লেন রাজ-শুভশ্রী, কোথায় বেড়ু বেড়ু করতে গেলে পুঁচকে ইউভান

তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বেশ কয়েক বছর আগে বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। এখন আর দুজন নয়, বিগত বছরের সেপ্টেম্বর মাসে তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান ইউভান। ছেলের জন্মের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এক কথায় বলতে গেলে ইউভানও রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে।
অন্যদিকে করোনা আবহের জেরে অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই একপ্রকার গৃহবন্দী অবস্থায় ছিলেন শুভশ্রী। আর ছেলের জন্মের পরও বেরোতে পারেননি বাইরে। তাই বেবিমুন করা হয়ে ওঠেনি এই তারকা জুটির। তবে চারমাস পর এবার প্রথম শহর ছাড়লেন তারা। যদিও খুব একটা দূরে নয়, মাত্র কয়েক ঘন্টার দূরের রাস্তা উলুবেড়িয়ায় গিয়েছেন তারা। সেখানকার একটি রিসর্টে উঠেছেন ‘রাজশ্রী।’
এই প্রথমবার ছেলেকে নিয়ে একান্তে সময় কাটাতে গিয়েছেন তারা। সেখানে পৌঁছে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য্য। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে খেলায় মত্ত তিনি। অন্যদিকে ইউভানও সবুজ গাছপালা দেখতে ব্যস্ত। আসলে শহরের কোলাহল থেকে এই প্রথম সবুজে ঘেরা পরিবেশ দেখলো সে।
আরও কয়েকটি ছবিতে দেখা গিয়েছে প্রকৃতির কোলে বন্দোবস্ত করা হয়েছে মধ্যাহ্নভোজের। টেবিলে সাজানো রয়েছে খাবার। অন্যদিকে সম্প্রতি নিজের হেয়ার স্টাইল পাল্টে ফেলেছেন শুভশ্রী। যা দেখে রীতিমতো ফিদা রাজ। তাইতো স্ত্রীর উপর থেকে নজর ফেরাতে পারছিলেন না তিনি। এক কথায় বলতে গেলে পুত্র ও স্বামীকে নিয়ে চুটিয়ে সংসার করছেন এই অভিনেত্রী।