অফবিটভাইরাল ভিডিও

বিশালাকার দুই বিষধর নাগ উদ্ধার করতে গিয়ে ছোবল খেলেন ব্যক্তি, তবুও মানলেন না হার, ভাইরাল ভিডিও

সাপ দেখলে আমরা সকলেই শত হস্ত দূরে থাকার চেষ্টা করি। সাপের কামড়ে প্রতি বছর দেশে প্রায় কয়েক হাজার মানুষ মারা যান। তাই সাপের একটা ছোবল একটি তরতাজা প্রাণকে শেষ করে দিতে পারে। তাই সাপ দেখলে দূরে থাকাই স্রেয়। কোনো গ্রামে কিংবা কোনো লোকালয়ে বিষাক্ত সাপ দেখলে তাই সাপুড়ে কিংবা বনকর্মীদের খবর দেওয়া হয়। যাতে সেই বিষাক্ত সাপটি কারোর ক্ষতি করতে না পারে, তার আগেই সাপটির যাতে ব্যবস্থা করা যায়।

আবার অনেক জায়গায় সাপ দেখলে তাকে পুজো করতে শুরু করেন সেখানকার লোকজন। সকলে ভাবেন সাপটির মধ্যে বোধহয় ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। তাই তাকে দুধ কলা দিয়ে পুজো করা হয়। ভারতের ইতিহাস ঘাটলে জানা যায় সাপের কথা। সাপকে সবসময় ঈশ্বরের আসন দেওয়া হয়েছে। হিন্দুদের সাপের দেবীও রয়েছেন। প্রতি বছর তাকে পুজো করেন হিন্দুরা। তবে হঠাৎ বাড়ির আশেপাশে কোনো বিষাক্ত সাপ নজরে এলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া উচিত সাপুড়েকে।

সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি অঞ্চলের কোনো একটি জলাশয়ে একটি সাপ পড়ে গিয়েছে। আর তার ফলে গ্রামবাসীরা চিন্তিত হয়ে পড়েন। কারণ সেই সাপ একবার জলাশয় থেকে উঠলে বিপদ অনিবার্য। গ্রামবাসীরা খবর দেন সাপুড়ে কে।

এরপর সাপুড়েদের একটি দল আসে সাপটি উদ্ধারের জন্য। যে সাপটি পাওয়া যায় সেটি হল কিং কোবরা। এমনটাই জানিয়েছেন সাপুড়েরা। এরপর সাপুড়েরা অতি কৌশলের সাহায্যে সাপটিকে জলাশয় থেকে স্থলে নিয়ে আসেন। শেষে সাপটিকে নিয়ে যান তারা। এই ঘটনা রীতিমতো গা শিউরে ওঠার মতন।

Related Articles