নিউজ

এবার বিজেপিতে যোগ দিচ্ছেন বৈশালী ডালমিয়া

এবার বিজেপিতে যোগ দিচ্ছেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। কয়েকদিন আগেই তাকে তৃনমূল (TMC) থেকে বহিষ্কার করা হয়। আর এরপরই কিছুদিন কাটতে না কাটতেই তিনি বিজেপিতে (BJP) যোগ দেবেন, এমনটাই জানা গিয়েছে বিশেষ সূত্রের মাধ্যমে। বিশেষ সূত্রের মাধ্যমে এও জানা গিয়েছে যে, শনিবার অমিত শাহের (Amit Shah) সভাতেই বৈশালী ডালমিয়া আনুষ্ঠানিক ভাবে যোগ দেবেন বিজেপিতে। এছাড়া আরও জানা গিয়েছে, তিনি বিধানসভা ভোটে বালি থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। যদিও বৈশালরী দেবী এই বিষয়ে বেশ খোলামেলা ভাবেই আলোচনা করেছেন।

তাকে সাংবাদিকরা তৃনমূল থেকে বহিষ্কার হওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে বৈশালী দেবী জানান, “আমি খুব খুশি হয়েছি। তৃনমূলে কংগ্রেস থেকে আসা মানুষদের বেশি গুরুত্ব দেওয়া হয়। আমি দলের স্বার্থেই বলেছিলাম দলের যেসমস্ত উইপোকারা আছে তারা পুরোনো কর্মীদের কাজ করতে দেয় না। তাই তাদের উপড়ে ফেলা উচিত। এই দলে স্বচ্ছ ভাবমূর্তির মানুষের জায়গা নেই। দলে থাকা সমস্ত নেতাদের মতন এবার স্বচ্ছ ভোটাররা ক্রমে এই দল থেকে সরে যাবে। ভালোই হয়েছে, আমাকে রাজীব বা অন্য কারোর মতন ব্যাখ্যা দিতে হল না। এবার মানুষের জন্য কাজ করবো, মানুষের পাশে থাকার চেষ্টা করবো”।

তৃনমূলের গোষ্ঠীকোন্দলের কথাকে উস্কে দিয়ে বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার উপর দলীয় নেতৃত্বের কোপ পড়ে। এরপর গত শুক্রবার বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করে তৃনমূল । এই ঘটনার পরই বালিতে চলে মহা ধুমধাম। স্থানীয় তৃনমূলের কর্মীরা ঢাকঢোল পিটিয়ে একে অপরকে মিষ্টি মুখ করেন। যুব তৃনমূলের সাধারণ সম্পাদক কৈলাশ মিশ্র চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ” বিজেপির প্রার্থী হয়ে বালিতে ভোটে দাঁড়ান। যত ভোটে জিতেছেন তার বেশি ভোটে আপনাকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব”। এখন দেখার ফলাফল আদতে কি দাঁড়ায়!

Related Articles