নিউজ

এবার মিস ইন্ডিয়া হয়ে বাবার মুখ উজ্জ্বল করলো অটো চালকের মেয়ে

কথাতেই বলে কেনও কাজ কিন্ত ছোট নয়। যদিও তথাকথিত সমাজের বেশ কিছু মানুষ কাজের বিভেদ করে, বড় কাজ ছোট কাজ বিভেদ করে। এবার অটো চালকের মেয়ে হল মিস ইন্ডিয়া।

সোশ্যাল মিডিয়া ফেসবুকের যুগে কি না হয়। যদি কেউ বিশেষ পরিচিত না থাকে সেও পরিচিতি পেয়ে যায় সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এরই মাঝে VLCC ফে’মিনা মিস ইন্ডিয়ার ম’ঞ্চে প্রথম তিনে জায়গা করে নিয়েছে উত্তর প্রদেশের কন্যা মান্য সিং।

তবে, কিন্ত তার মিস ইন্ডিয়া হওয়ার পিছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। উত্তর প্রদেশের কন্যা মান্য সিং এর বাবা পেশায় একজন অটোচালক। শৈশব থেকেই অভাব আর্থিক অনটনের মধ্যে দিয়ে বড়ো হয়েছে সে।

সেই অভাবী মেয়ে VLCC ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২০-র তাজ অর্জন করে নিয়েছেন হরিয়ানার মেয়ে মনিকা শেওকান্দ। VLCC ফেমিনা মিস ইন্ডিয়ার রানার-আপের খে’তাব পেয়েছেন উত্ত’রপ্র’দেশের কন্যা মান্যা সিং। মান্যা সিংয়ের জয়ের পর ছবিতে ক’মে’ন্ট করে অনেকে লিখেছে, ‘ভে-ঙে পড়ুক কাঁ’চের দেওয়াল’। এমনকি অভিনেতা বরুণ ধাওয়ান ছবিতে লা’ই’ক দিয়েছেন।

Related Articles