অফবিট

এক-দু’বার নয়, ৫০০ বার শুক্রাণু দান করেছেন বাবা! ডেটিং করার আগে ভাই-বোন খুঁজছেন এই যুবক

ভিকি ডোনার সিনেমা কে না দেখেছে। ভিকি ডোনারে আয়ুষ্মান খুরানার অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। ভিকি ডোনারে স্পাম ডোনেট কারির চরিত্রে অভিনয় করতে দেখা যায় আয়ুষ্মানকে। এবার এমন এক ব্যক্তির খোঁজ মিলেছে যিনি ৫০০ বার শুক্রাণু দান করেছেন।

আমাদের চারপাশে নানান সময় নানান ধরনের ঘটনা ঘটে। যেসব ঘটনা তাক লাগিয়ে দেয়। এরই মাঝে চরম সমস্যায় আমেরিকার অরিগনের বাসিন্দা জেভ ফোরস। ওই ব্যক্তির সমস্যায় পরার কারণটা কিন্তু বেশ জটিল।

২৪ বছরের জেভের মূল সমস্যা তিনি কাউকে প্রেমের প্রস্তাবও দিতে পারছেন না। তার মনে হচ্ছে তার আশে পাশের সকলেই তার ভাই-বোন। ভাবছেন তো এরকম তার কেনও মনে হচ্ছে?

আসল ব্যাপার হল জেভ জানতে পেরেছে তাঁর বাবা একজন শুক্রাণুদাতা। তিনি শুক্রাণু বিক্রি করেন। জেভ জানতে পারে গত ১০ বছরে অন্তত ৫০০ বার শুক্রাণু বেচেছেন তাঁর বাবা। ৫০টি সন্তানের জন্মও দিয়েছেন তিনি। যার জেরে এত ভাই বোনের মাঝে নিজের প্রেমিকা খুঁজে পেতে সমস্যায় পড়েছেন জেভ। এখনও পর্যন্ত ৮ ভাই এবং বোনকে খুঁজে পেয়েছে জেভ। এমনকি জেভের থেকে ২ বছরের বড় ডেরেন দু’জনে একসঙ্গে স্কুলে ছিল অনেক বার কথাও হয়েছে অথচ কেউ জানতে পারেননি তাঁদের সম্পর্কের বিষয়ে। পরে তারা জানতে পারে তারা ভাই। তাই এখন জেভ কারও সঙ্গে ডেটে যাওয়ার আগে সেই ৫০ জনকেই খুঁজে বার করতে চায়।

Related Articles