বিশালাকার বিষধর কোবরা সাপ নিয়ে সংসার যুবকের, সাহসী ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় নানান ঘটনার ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনা আমরা বাড়ি বসে নিজেদের স্মার্টফোনে দেখতে পাই। হাতে যদি থাকে স্মার্টফোন আর ইন্টারনেট তবে কোনো ঘটনাই আমাদের কাছে অদেখা থাকে না। আমরা এক প্রান্তে বসে অন্য প্রান্তের ঘটনা দেখতে পাই। সোশ্যাল মিডিয়ায় নানান পশুপাখির ভিডিও আমরা ভাইরাল হতে দেখি। যেখানে দেখা যায় বড় অজগর কিংবা কিং কোবরা সাপের লড়াই। বানর কিংবা সিংহের লড়াই।
কিছু ভিডিও যেমন আমাদের রোমাঞ্চিত করে আবার কিছু ভিডিও আমাদের শেখায় লড়াই করেই জীবনে বাঁচতে হয়। বনে পশুপাখি সকলেই থাকে। প্রতিটি প্রজাতি লড়াই করে থাকে। দুর্বল শ্রেণীর সঙ্গে সবল শ্রেনীর লড়াই-এ সবসময় সবল শ্রেনী জয়লাভ করে। আর সে হয় রাজা।
তাকে সকলেই ভয় পায়। আর এই নিয়ম পশুপাখি থেকে সকল স্তরের ক্ষেত্রে বর্তমান। তবে সম্প্রতি একটি সাপের ভিডিও ভাইরাল হয়েছে। এতদিন আমরা সাপের লড়াই-এর নানান ভিডিও দেখেছি।
এবার আমরা দেখবো সাপকে কীভাবে মুক্তি দেওয়া হয়। তাদের ধরে ফেলার পর সাপুড়েরা কীভাবে সাপের মুক্তি দেন সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাদের একটি বাক্সে বা কন্টেনারে ভরে রাখা হয়। এরপর তাদের কোনো জঙ্গলে সাপ বসবাস করে এমন স্থানে তাদের ছেড়ে দেন তারা। আর সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।