অফবিটভাইরাল ভিডিও

আস্ত মৌচাক বা হাতে বসিয়ে দিব্বি হেঁটে চলে বেড়াচ্ছে এই যুবক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আঁতকে উঠেছেন নেট দুনিয়ার একাংশ। একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে একটি হাতে মৌমাছি নিয়ে ঘুরে বেরাতে। তার গোটা বাম হাত জুড়ে মৌমাছিরা বাসা বেঁধেছে। কিন্তু ব্যক্তিটির নেই কোনো হেলদোল। তিনি দিব্যি নিজের মৌমাছি ভর্তি হাত নিয়ে ঘুরে চলেছেন। সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যেখানে নানান ধরনের ভিডিও রোজ ভাইরাল হয়।

আর সেই ভিডিও নেট দুনিয়ার মানুষকে মনোরঞ্জন জোগায়, আবার অবাক করে, মাঝেমধ্যে শিক্ষাও দেয়। তাই অবসর সময় কাটাতে মানুষ বর্তমান সময়ে মোবাইলমুখী হয়েছে। মানুষ প্রযুক্তিকে নিজের চাহিদা মতন উন্নত করেছে। আর তার ফলে যুগের পর যুগে এসেছে লক্ষ্য করার মতন পরিবর্তন। বর্তমানে সকলকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেখা যায়। আর সেখানের নানান হাসি, মজা, বিস্ময়ের জিনিস রোজই ভাইরাল হতে দেখা যায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই মনে করছেন ব্যক্তিটির দুঃসাহসিক। বিষাক্ত মৌমাছির বাসার কাছে গেলে কামড় খেতে হয় বিষাক্ত হুলের। কিন্তু ভাইরাল ভিডিওর ব্যক্তিটি তার বাম হাতে মৌমাছি নিয়ে ঘুরছেন। তাকে জিগ্যেস করা হয় মৌমাছিগুলি কামড়ায় কিনা।

তিনি বলেন, তারা তাদের মালিককে চেনে। এরপর তাকে প্রশ্ন করা হয়, হাতেই কি তারা মধু জমায়! তখন ব্যক্তিটি জানান, একটি বাক্সে তাদের রাখতে যাচ্ছেন। আর এই গোটা ঘটনার ভিডিও একজন ব্যক্তি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।

Related Articles