অফবিটভাইরাল ভিডিও

সাপের মুখের সামনে হাত দিয়ে কেরামতি দেখাচ্ছেন এই সুন্দরী, যুবতীর সাহসী ভিডিও ভাইরাল

জনপ্রিয় হতে কে না চাই? নাচ গান প্রতিভার মাধ্যমে তো অনেকেই জনপ্রিয় হচ্ছেন কিন্তু কিছু মানুষ আছে যারা অদ্ভুত কিছু কাজ করে নিজের নাম সোশ্যাল মিডিয়ায় শিরোনামে আনছে। বিরল কিছু কাজ বা প্রতিভা দেখিয়ে অবাক করাচ্ছেন সকলকে আর এই ধরনের আশ্চর্যজনক ঘটনাগুলো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে বিনোদনের রসদ খুঁজতে মুখ গুজেছি সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল এসব ভিডিও গুলিতে কত কিছুই না থাকে দেখবার মতো। হাসি মজার জন্য যেমন কখনো প্রাঙ্ক ভিডিও তৈরি হয় তেমনি ভুতুড়ে কান্ড কারখানা ও ধরা পড়ে আবার কখনো এমন আশ্চর্য ঘটনা দেখা যায় যা কল্পনার অতীত বলে মনে হয়। এই ধরনের ভিডিও হাজার হাজার শেয়ারের মাধ্যমে প্রচুর মানুষের কাছে পৌঁছে যায়।

আমরা সাধারনত জানি সাপুড়েরাই একমাত্র সাপকে আয়ত্তে আনতে পারে, পোষ মানাতে পারে। কিন্তু আমাদের জানার ভিতরেও অনেক অজানা আছি আছে। এমন অনেক মানুষ রয়েছে যারা সাপের সাথে বন্ধুর মতোন মেশে। তাদের কাছাকাছি থাকতেও ভয় পান না এবার সেরকম এক চিত্র নজরে পড়লো।

এবার সম্প্রতি এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে যা দেখে আশ্চর্য হবেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে অনেকগুলি সাপের সাথে খেলা করছে। তার চোখে-মুখে কোনরকম ভয়ের ছাপ নেই। মাঠের মধ্যে তার সামনে প্রচুর সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে সে তাদের সাথে কথা বলছে গল্প করছে ঠিক যেমন আমরা আমাদের পোষ্যদের সঙ্গে করি‌। পুরো ভিডিওটি দেখলে বোঝা যাবে মেয়েটি ছোট থেকেই সাপের সাথেই এভাবেই মেশে। আর এরকম ঘটনা সামনে আসতেই ভাইরাল হয়েছে নিমেষে। অনেকেই তার সাহসীকতার প্রশংসা করেছেন।

Related Articles