নিউজবিনোদন

‘শিবলিঙ্গকে যারা অপমান করেছে তারাই আসল যৌনকর্মী’, অভিনেত্রী সায়নীকে আক্রমণ সৌমিত্র খাঁর

গত কয়েকবছর আগে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) এর একটি টুইট সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই টুইটে দেখা যায় অভিনেত্রী সায়নী শিবলিঙ্গের একটি ছবি পোস্ট করেছেন যেখানে শিবলিঙ্গটিতে কন্ডোম পরানো রয়েছে। সম্প্রতি টুইটটি ঘিরে শোরগোল পড়ায় অনেক রাজনৈতিক তরজা শুরু হয়। আর এই প্রসঙ্গ তুলে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) সায়নীকে বিঁধলেন।

বর্ধমানের খণ্ডঘোষের সভায় সৌমিত্র খাঁ বলেন “আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করছেন, আমাদের মা মনসাকে যারা অপমান করছেন তারাই আসল যৌনকর্মী”। তিনি একসঙ্গে টলিউড অভিনেত্রী দেবলীনা দত্তকেও (Debolina Dutta) আক্রমণ করেছেন। এবিপি আনন্দের একটি টক শো-তে অভিনেত্রী দেবলীনা অনিন্দ্য চ্যাটার্জীকে উদ্দেশ্য করে বলেন তিনি দুর্গা পুজোর অষ্টমীতে কেউ গরুর মাংস খেতে চাইলে তিনি রান্না করে দেন। আর এই প্রসঙ্গ নিয়েও অভিনেত্রী দেবলীনাকে বিঁধেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

ঐদিনের জনসভায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Chief Minister Mamata Banerjee) আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন, ” কয়েকজন ফিল্ম আর্টিস্ট আছেন যারা দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২ লক্ষ টাকা করে বেতন পায়। তারা বলছেন, বর্ধমানের বুয়াইচণ্ডী কালী মন্দিরে, শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে সেখানে কন্ডোম পরানো হোক। আমি এই বিষয়ে শুধু একটি কথাই বলবো মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়ার সময় এসেছে। নাহলে মন্দির একটিও থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকে বের করে দেবেন”।

এরপরই দেবলীনা দত্ত ও সায়নী ঘোষকে আক্রমণ করেন ওই বিজেপি নেতা। তিনি বলেন, “তোমরা ধর্মতলায় বসে নাটক করছ। অনেক কিছুই বলছ। আমরা তো কখনও বলিনা যেদিন মসজিদে আজান পড়া হবে আমরা খারাপ কাজ করবো। কিন্তু তৃনমূলের কিছু চাকরের মতন কিছু অভিনেতা অভিনেত্রীরা বলছেন দূর্গা পুজোর অষ্টমীতে গরুর মাংস খাবে। যে যার ধর্ম বিশ্বাস করে। যারা শিবলিঙ্গকে অপমান করে তারাই আসল যৌনকর্মী”।

Related Articles