বিনোদনভাইরাল ভিডিও

বিশালাকার এক উটপাখির সঙ্গে তুমুল লড়াই তিন চিতার, দেখুন ভাইরাল ভিডিও

জঙ্গলে বন্যপ্রাণীদের জীবনযাপন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম নয়। এই আগ্রহের টানেই অনেকে জঙ্গলে ছুটে যান। কিন্তু যাদের যাওয়া সম্ভব হয় না তারা টিভি বা মোবাইলে চোখ রাখেন। তাইতো সোশ্যাল মিডিয়ায় পশু জন্তুর এর ভিডিও প্রকাশ্যে এলেই তা নেটিজেনদের নজর কাড়ে।

চিড়িয়াখানার বদ্ধ গণ্ডির মধ্যে পশুদের দেখা আর খোলা জঙ্গলে স্বাভাবিক বাসর স্থানের মধ্যে তাদের চাক্ষুষ করতে দেখায় অনেক পার্থক্য রয়েছে। তাইতো অনেকেই জঙ্গল সাফারি করেন মুক্ত বন্যপ্রাণীদের কার্যকলাপ চোখের সামনে দেখার তাগিদে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন জঙ্গলের ভিডিও সামনে আসছে যা প্রত্যক্ষ করতে পারছে মানুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি জঙ্গলের ভিডিও ভাইরাল হয়েছে যা রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করবে। কথায় বলে চিতাবাঘের সামনে বড় বড় পশুরাও কুঁকড়ে যায়। এবারেই চিতাবাঘের পাল্লায় পড়লো এক উটপাখি। তিন চিতাবাঘ মিলে ঘিরে ধরলো তাকে।

ভিডিওতে দেখা যাচ্ছে তিনটি চিতাবাঘ শিকারের খোঁজে বেরিয়েছে‌। হঠাৎ করে তার নজরে আসে উটপাখি। চিতাবাঘটি ধেয়ে আসছে তা টের পেতেই প্রান রক্ষার জন্য তীব্র গতিতে ছুটতে থাকে উটপাখিটি। কিন্তু শেষপর্যন্ত এরকম হিংস্র প্রানীর হাত থেকে রেহাই পায় না সে। তাকে পিছন থেকে ধরে নিয়ে তিন চিতা মিলে শিকার করে। পশু পাখিদের মধ্যে লড়াই মানেই সেই ভিডিও ভাইরাল এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ভিডিওটি সামনে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে। দেখুন আপনিও।

Related Articles