অফবিট

শুধু মানুষ নয়, কাতুকুতু দিলে বাঘমামাও খিলখিলিয়ে হাসে! অবাক লাগলেও সত্যি

এক যে ছিল বাঘ/তার বন্ধু ছাগ/তারা থাকতো পাশাপাশি আর/গল্প খেলা হাসি- অঞ্জন ভট্টাচার্যের ছড়াতেই একমাত্র এতদিন বাঘকে হাসতে শোনা গিয়েছিল। নাহলেতো বাস্তবে বাঘ মানেই ভয়ানক গর্জন আর হিংস্রতার কথা মনে পরে। বাঘ মানেই রাগী এক পশু যার সামনে গেলে বেঁচে ফেরার আশা নেই। তাইতো কখনো ভুল করে বাঘের সামনে পড়লে ওই গানটাই মনে পড়ে- “পায়ে পড়ি বাঘ মামা করো নাকো রাগ বাবা।”

কিন্তু এবার বাঘকে রাগতে নয় বরং খিলখিলিয়ে হাসতে দেখা গেল ঠিক ছড়ার বাঘের মতোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাঘ খিলখিল করে হাসছে। হ্যা এরকম একটি অবিশ্বাস্য কান্ড সামনে এসছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাঘছানার পেটে কাতুকুতু দিচ্ছেন এক মহিলা আর তাতেই খিলখিলিয়ে হেসে উঠছে বাঘের ছানা। রাগ নেই বিরক্তি নেই কেবল আনন্দের অভিব্যক্তি ফুটে উঠেছে বাঘছানার মুখ জুড়ে।

বাঘটির অনেক অমূল্য ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে যেখানে বাঘের হাসিমুখ দেখা যাচ্ছে। এইধরনের ছবি সচারচর দেখাও মেলে না। ভিডিওটিতে বাঘের সাথে ট্রেনার কেউ দেখা যাচ্ছে। ট্রেনার বাঘছানার পেটে হাত বোলালেই খিলখিলিয়ে হাসছে আর আদরের দাঁত বসাচ্ছে ট্রেনারের হাতে। এরকম মিষ্টি আদুরে বাঘকে দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরাও। এছাড়াও বড়ো বাঘের খুশির আমেজও ক্যামেরাবন্দী হয়েছে যেগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। বাঘের গর্জনের বদলে মিষ্টি স্বভাবের এই বাঘের কীর্তি একেবারে অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে সবাইকে।

Related Articles