অফবিটভাইরাল ভিডিও

আমি টাক্লু হয়ে যাব, আর কেটোনা, খুদে শিশুর হেয়ারকাটিং ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া মানেই প্রতিভাদের ভিড়। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নানান ভিডিও ভাইরাল হয়। আর সেই ভিডিওতে দেখা যায় কারোর দারুণ নাচের ভিডিও, কিংবা বাদ্যযন্ত্র ছাড়াই গানের ভিডিও। আর এই ভিডিওগুলিতে যেহেতু প্রতিভাদের ভিড় তাই এগুলি সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। এছাড়া মাঝেমধ্যে নানান পশুপাখির ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

যেখানে পশু কিংবা পাখির কীর্তিকলাপ দেখে হেসে লুটোপুটি খায় সোশ্যাল মিডিয়ার মানুষ। সোশ্যাল মিডিয়ায় যেহেতু ভাইরাল হতে বেশি সময় লাগে না তাই এই প্ল্যাটফর্ম এত জনপ্রিয়। সহজেই কোনোকিছু ভাইরাল হয়ে যায়। আর তা যদি হয় কোনো বাচ্চার দুষ্টুমিষ্টি ভিডিও তবে তা ভাইরাল হতে সময় নেয় না। কিছুদিন আগেই একটি বাচ্চার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল একটি বাচ্চা সেলুনে চুল কাটতে গিয়েছে।

কিন্তু সে চুল কাটবে একটিই শর্তে। যদি দূর্গা পুজোয় ইউটিউবে মুক্তি প্রাপ্ত ভিডিও ‘টুম্পা সোনা’ গানটি ছাড়া হয়। নাহলে সে চুল কাটতে নারাজ। এরপর গানটি ছাড়া হলে সে নাচ করতে থাকে চেয়ারে বসেই। আর এই মূহুর্তটি একজন ক্যামেরাবন্দী করেছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরও একটি বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে।

তবে এটি কোনো ‘টুম্পা সোনা’ শোনার কোনো বায়না নয়। একটি বাচ্চার মাথায় চুল অনেক বড় হয়ে গিয়েছে। তাই তার মাথা থেকে যখনই নাপিত মশাই চুল কাটতে যাবেন তখনই বাচ্চাটি বলে ওঠে “না না চুল কেটে দিলে টাকলু হয়ে যাবো তো”। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেট দুনিয়ার মানুষ হেসেই লুটোপুটি খেয়েছেন।

Related Articles