বিনোদন

মা ও ঠাকুমার সঙ্গে পুঁচকে ইউভানের শীতের রোদেলা মুহূর্ত তুমুল ভাইরাল

একজন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অন্যজন ইন্ডাস্ট্রির বড়ো মাপের পরিচালক। বেশ কয়েকবছর আগে আবদ্ধ হয়েছিলেন বিবাহবন্ধনে। এরপর থেকে তাদের জীবন কেটেছে রূপকথার মতোন তবে করোনা আবহে ঝড়-ঝাপটাও গেছে পরিবারের ওপর দিয়ে। আর কেউ নন তারা হলেন সেলেব জুটি শুভশ্রী গাঙ্গুলি(Subhasree Ganguly) ও রাজ চক্রবর্তী(Raj Chakraborty)।

কয়েকমাস আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজের বাবা। তাই পরিবারে নেমে আসে শোকের অন্ধকার। এই পরিস্থিতিতে জন্ম হয় ‘রাজশ্রী’ জুটির প্রথম সন্তান ইউভানের। তার জন্ম যেন ফের আশার আলো নিয়ে আসে দুজনের পরিবারে। তখন থেকে বাড়িতেই কেটে গেছে নবজাত সন্তানের দিন। অবশেষে এতোদিন পর পুরো পরিবার মিলে ঘুরতে গিয়েছেন তারা।

তবে খুব একটা দূরে নয়। নিজস্ব গাড়ি করে উলুবেড়িয়া বেড়াতে গিয়েছেন রাজের পরিবার। সেখানে পৌঁছে উঠেছেন একটি অভিজাত রিসর্টে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেইসব ছবি পোস্ট করেছেন শুভশ্রী(Subhasree Ganguly)। যেখানে দেখা যাচ্ছে রিসর্টের বাগানে হাসিমুখ নিয়ে বসে আছে ইউভান। এছাড়াও তাকে ঠাকুমা ও মায়ের সাথে খেলতে দেখা গিয়েছে।

এক কথায় বলতে গেলে এতোদিন গৃহবন্দী থাকার পর প্রকৃতির সৌন্দর্য্য ভরপুর উপভোগ করছেন তারা। তবে শুধু ছবিই নয় একইসাথে ভিডিও পোস্টও করেছেন এই অভিনেত্রী। যেগুলি পোস্ট করতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। পাশাপাশি কমেন্টে প্রশংসাও করেছেন সকলে। অন্যদিকে আর কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হাবজি গাবজি‘। সেখানে অভিনয় করেছেন শুভশ্রী(Subhasree Ganguly) ও পরমব্রত।

Related Articles