বিনোদন

ব্ল্যাক স্কার্টের ফাঁকে উঁকি দিচ্ছে থাই, ঝিলিকের বোল্ড লুকে ফিদা সাইবারবাসীরা

সাম্প্রতিক সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলির রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। একটি ধারাবাহিক শেষ হতেই তার জায়গা নেয় অন্য একটি ধারাবাহিক। সেরকমই স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’। দীর্ঘ সাত বছর ধরে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকটি দর্শকদের মনে গেঁথে রয়েছে আজও। সেখানকার মূল কাহিনী ছিল মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়া ঝিলিক, ভালোবাসা পাওয়ার জন্য এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে।

তবে শেষমেশ মাকে ফিরে পেয়েছিল সে। ঝিলিকের আসল নাম তিথি বসু(Tithi Bose), তবে তিনি আর ছোট্টটি নেই। বর্তমানে হট ও গ্ল্যামারাস অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলেই মিলবে একাধিক মনমাতানো ছবি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ছবি। যেখানে তাকে দেখা গিয়েছে সাদা কালো প্রিন্টেড ক্রপ টপ ও ব্ল্যাক শর্ট স্কার্ট পরিহিত অবস্থায়। একইসাথে বোল্ড মেকআপ আর ট্যাটু তাকে করে তুলেছিল আরও আকর্ষণীয়।

শুধু তাই নয় জামার সাথে উন্মুক্ত নাভি যেন ঝড় তুলেছে হাজারো পুরুষ অনুগামীদের বুকে। পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে তার সেই ছবি। আর কমেন্টবক্সে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, সাইকোলজি নিয়ে কলেজে পড়াশোনা করছেন তিথি। পাশাপাশি জীবনে প্রেমও এসেছে তার। প্রেমিক দেবায়ুদ পালের সাথে বেশ কয়েকটি ছবিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

Related Articles