আজ ওম-মিমির বিয়ে, কালা চশমা ও হলুদ শাড়ি পরে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে উদ্দাম নাচ জনপ্রিয় অভিনেত্রী

আজ দীর্ঘ কয়েক বছরের প্রেমের পরিণতি পাচ্ছে টলিউডের এক জুটির। গত ২০১৭ সাল থেকে তাদের ভালোবাসার সূত্রপাত। আজ বুধবার সেই ভালবাসা পরিণতি পাবে সিঁদুর দানে। কথা হচ্ছে মিমি দত্ত (Mimi Dutta) ও ওম সাহানিকে (Om Sahani) নিয়ে। ওম সাহানি বিহারি হলেও বিয়ে সম্পন্ন হচ্ছে হিন্দু রীতিতে। আর প্রিয় বান্ধবীর বিয়েতে সাজগোজ, নাচগান হবে না তা কখনো হয়?
প্রিয় বান্ধবী মিমি দত্ত ও ওম সাহানির বিয়েতে চুটিয়ে মজা করছেন টলি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guha Thakurata)। এদিন মিমির গায়ে হলুদ অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন টলি পাড়ার অনেকেই। এছাড়া পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। টলি পাড়ার নায়িকা সায়ন্তনী গুহ ঠাকুরতাও উপস্থিত ছিলেন। তাকে দেখা গিয়েছে হলুদ শাড়ি, কালো ব্লাউজে। চোখে ছিলো সানগ্লাস আর ‘কালা চশমা’ গানে উদ্দাম নাচলেন তারা।
আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল। ২০২১ সাল পড়তেই ওম ও মিমি তাদের আইন বিবাহ সেরে ফেলেন। আর সেই ছবিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। এবার আজ সন্ধ্যায় সামাজিক ভাবে বিবাহ সারলেন তারা। তাদের সোশ্যাল হ্যান্ডেলে নজর রাখলেই দেখা যায় আইবুড়ো ভাত থেকে মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠান সব পর্বের ছবি।
আজকে গায়ে হলুদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ওম ও মিমির ভালোবাসার শুরু ২০১৭ সাল থেকে। তবে একে অপরকে চেনেন ২০১১ সাল থেকেই। ওমকে দেখা গিয়েছে বাঙালি বরের সাজে এবং মিমিকে দেখা গিয়েছে লাল বেনারসিতে।