অফবিটরাশিফল

Today’s Horoscope, 15 February 2021, আজকের দিনটি কেমন কাটবে

মেষ রাশিঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। সঞ্চয়ে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশিঃ কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যানবাহনে বিপদ দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করুন।

মিথুন রাশিঃ আজকের দিনটি আপনার জন্য খুব একটা সুখকর নয়। কিছু প্রাপ্তিতে বাধা আসার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। রোগব্যাধি দেখা দিতে পারে।

সিংহ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে শারীরিক ক্লেশ বৃদ্ধি পেতে চলেছে। চিকিৎসকের পরামর্শ নিন।

কন্যা রাশিঃ পুরনো কোনো সমস্যার আজ সমাধান ঘটতে পারে। যার ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো কাটবে।
 
তুলা রাশিঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার মোটেই শুভ নয়। কার্য্যে ক্ষতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য সুখকর হবে। সঞ্চয়ের সুযোগ আসবে জীবনে।

ধনু রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার বেশ ভালো কাটবে। অপত্যস্নেহ দেখা দেওয়ার ফলে মানসিক শান্তি উপভোগ করবেন।

মকর রাশিঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য বিশেষ শুভ। পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশিঃ হঠাৎ করেই কোনো কারণে আপনি বিপদগ্রস্ত হয়ে পড়তে পারেন। সাবধানতা অবলম্বন করা জরুরি।

মীন রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। জ্বরাদি রোগ দেখা দিতে পারে।

Related Articles