
মেষ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে চাকুরির যোগাযোগ ঘটতে চলেছে। ফলে দিনটি খুবই ভালো কাটবে।
বৃষ রাশিঃ পারিবারিক ভাবে আজকের দিনটি আপনার বিশেষ শুভ। দাম্পত্য সুখলাভ করার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশিঃ কোনো বিশেষ কারণে আজ আপনার জীবনে হতাশা দেখা দিতে পারে। কাছের মানুষদের সাথে আলোচনা করুন।
কর্কট রাশিঃ আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ শুভ। পাওনা অর্থ লাভ করতে পারবেন।
সিংহ রাশিঃ যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয়। সংঘর্ষে আহত হতে পারেন।
কন্যা রাশিঃ পারিবারিক ভাবে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। শরিকি বিবাদ দেখা দিতে পারে।
তুলা রাশিঃ অসৎ পথে আজ ধনাগম হওয়ার সম্ভাবনা প্রবল। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশিঃ কাছের মানুষদের দ্বারা আজ আপনি বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। সাবধানতা অবলম্বন করুন।
ধনু রাশিঃ পুরনো কোনো বাসনা আজ পূরণ হতে চলেছে। যার ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
মকর রাশিঃ নিজের পাওনা থেকে আজ আপনার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নিন।
কুম্ভ রাশিঃ কোনো কারণে আজ আপনার জীবনে আত্মীয় বিরোধ দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।
মীন রাশিঃ হঠাৎ করে আজ আপনাকে পর গৃহে বাস করতে হতে পারে। অন্যান্য দিক দিয়ে দিনটি ভালোই কাটবে।