
মেষ রাশিঃ যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। উন্নতি দেখা দিতে চলেছে।
বৃষ রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বেশ ভালো কাটবে। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে নৈরাশ্য দেখা দিতে পারে। কাছের মানুষদের সাথে সময় কাটান।
কর্কট রাশিঃ কোনো কারণে আজ আপনার মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
সিংহ রাশিঃ চাকুরী লাভে বিলম্ব হওয়ার কারণে মানসিক দিক দিয়ে খুব একটা ভালো কাটবে না। হতাশ না হয়ে চেষ্টা করুন।
কন্যা রাশিঃ আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। নীতিহীন কার্য্য করতে চলেছেন, ফলে সমস্যা দেখা দিতে পারে।
তুলা রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনি বন্ধুর সাহায্য লাভ করতে পারবেন। যার ফলে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে।
বৃশ্চিক রাশিঃ অগ্নি থেকে আজ আপনার ভয়ংকর বিপদ দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করা জরুরি।
ধনু রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে প্রতিবেশী কলহ দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।
মকর রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার মোটেই ভালো কাটবে না। ভাতৃবিরোধ দেখা দিতে পারে।
কুম্ভ রাশিঃ কোনো কারণে আজ আপনি দুর্বুদ্ধিতার পরিচয় দিতে চলেছেন। ফলে সমস্যার সম্মুখীন হতে পারেন।
মীন রাশিঃ আজকের দিনটি আপনার বেশ অন্যরকম কাটতে চলেছে। কন্যার জন্য গর্বিত অনুভব করবেন।