
মেষ রাশিঃ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয়। শিক্ষাক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে।
বৃষ রাশিঃ বিদ্যুৎ থেকে আজ আপনার প্রবল বিপদের সম্ভাবনা রয়েছে। সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন।
মিথুন রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটবে। সঞ্চয়ের যোগ দেখা দেবে জীবনে।
কর্কট রাশিঃ হঠাৎ করেই আজ আপনি প্রবঞ্চনার শিকার হতে চলেছেন। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া জরুরি।
সিংহ রাশিঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। চর্মরোগে কষ্ট পেতে পারেন।
কন্যা রাশিঃ যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ খুবই শুভ। লাভ করতে পারবেন।
তুলা রাশিঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ শুভ। সফল প্রচেষ্টার ফলে সাফল্য লাভ করবেন।
বৃশ্চিক রাশিঃ আজকের দিনটি আপনার আর্থিক দিক দিয়ে খুবই শুভ। লটারীতে প্রাপ্তিযোগ দেখা দিতে পারে।
ধনু রাশিঃ উদাসীনতার কারণে আজ আপনার জীবনে প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানতা অবলম্বন করুন।
মকর রাশিঃ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ অন্যরকম কাটতে চলেছে। শিক্ষার্থে বিদেশ যাত্রা হতে পারে।
কুম্ভ রাশিঃ যারা চারুকলার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ। স্বীকৃতি লাভ করার সম্ভাবনা রয়েছে।
মীন রাশিঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটবে। পুরনো ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।