
মেষ রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। সন্তান পীড়া দেখা দিতে চলেছে।
বৃষ রাশিঃ চাকুরীক্ষেত্রে কোনো কারণে অশান্তি দেখা দিতে পারে আজ। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।
মিথুন রাশিঃ কাছের মানুষের সাথে আজ আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন। যার ফলে আনন্দ উপভোগ করবেন।
কর্কট রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। দুর্ঘটনায় রক্তপাত হতে পারে।
সিংহ রাশিঃ কাছের মানুষের প্রতি আজ আপনার অভিমান তৈরি হতে পারে। কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনি কারোর সহায়তা লাভ করতে পারবেন। ফলে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে।
তুলা রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। দাম্পত্য কলহ দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে উদ্বেগ বৃদ্ধি পেতে চলেছে। কাছের মানুষদের সাথে আলোচনা করুন।
ধনু রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। মনোযোগ সহযোগে তা পালন করার চেষ্টা করুন।
মকর রাশিঃ আজকের দিনটি আপনার বেশ অন্যরকম কাটতে পারে। সাহসিকতা প্রদর্শনের ফলে সুনাম অর্জন করবেন।
কুম্ভ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে কিছু প্রাপ্তি ঘটতে পারে। যার ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো কাটবে।
মীন রাশিঃ পারিবারিক ভাবে আজকের দিনটি আপনার খুবই শুভ। প্রিয়জন সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।