
মেষ রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। ব্যয়বহুল দিন হতে চলেছে আজ।
বৃষ রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। সন্তান পীড়া দেখা দিতে পারে।
মিথুন রাশিঃ অসদুপায় অবলম্বন করে আজ প্রচুর লাভ করতে পারবেন। তবে ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।
কর্কট রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার খুবই ভালো কাটবে। ভাতৃস্নেহ লাভ করতে চলেছেন।
সিংহ রাশিঃ কোথাও যাত্রা করতে গেলে যাত্রায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। সাবধানতা অবলম্বন করুন।
কন্যা রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে পরনির্ভরতা দেখা দিতে পারে। অন্যান্য দিক দিয়ে দিনটি ভালোই কাটবে।
তুলা রাশিঃ কাছের মানুষদের সাথে আজ কোথাও ভ্রমণে যেতে পারেন। যার ফলে আনন্দ উপভোগ করবেন।
বৃশ্চিক রাশিঃ আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার মোটেই শুভ নয়। ঋণযোগ দেখা দিতে চলেছে।
ধনু রাশিঃ বিশেষ কোনো দ্রব্যাদি লাভ করতে চলেছেন আজ। যার ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
মকর রাশিঃ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শেষ নয়। ব্যবসায় শত্রুতা বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশিঃ আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। কোনো শোক সংবাদ লাভ করতে চলেছেন।
মীন রাশিঃ হঠাৎ করেই আজ আপনার বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।