বিনোদন

গায়ের রং নিয়ে প্রতিনিয়ত কটূ কথা শুনতে হয় সেদিনের ‘ত্রিনয়নী’আজকের ‘নোয়া’কে

আমরা একবিংশ শতকে বাস করলেও, মানুষের শিক্ষার প্রসার ঘটলেও সমাজে এখনও এমন অনেক মানুষ বাস করেন যারা গায়ের রং নিয়ে এখনও ছুঁতমার্গ করেন। ফর্সা গায়ের রং যাদের তাদের প্রশংসার চোখে দেখলেও কালো বা শ্যামলা রং দেখলে ভ্রূ কুঁচকে তাকান। নানান রকম বাজে ইঙ্গিত করেন। আর যিনি এই সবকিছু নীচ মানসিকতার শিকার হন তিনি ক্রমে আরও সংকুচিত হয়ে যান। তবে আজ এমন একজনের কথা আপনাদের জানানো হবে যিনি নিজেকে এসব কথা থেকে দূরে সরিয়ে আরও উচু স্তরে নিজেকে উন্নীত করেছেন। তার এই সাহস নিসন্দেহে একটি উদাহরণ বটে।

তিনি টলি পাড়ার একজন অভিনেত্রী। কাটোয়া থেকে কলকাতা পাড়ি দিয়েছিলেন নিজের স্বপ্ন পূরণ করতে। এছাড়া নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন। এই তরুণী হলেন সকলের প্রিয় শ্রুতি দাস। একদিন এক ফাঁকে টলি পাড়ার অন্দরে গিয়ে জীবনের প্রথম অডিশন দিয়ে আসেন। আর তারপরই মিলে যায় ছোট পর্দাতে কাজ করার সুযোগ। যদিও তার মডেলিং-এর স্বপ্ন ছিল। তাই এই সুযোগ আর হাত ছাড়া করেননি। একেবারে ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন শ্রুতি। এরপর তিনি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠেন।

এরপর স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন শ্রুতি দাস। যতই মেয়েরা পড়াশোনা শিখে ক্রমে জীবনে এগিয়ে যাক, ভালো নাচ, গান করুক গায়ের বর্ণ নিয়ে কটূ কথা শুনতে হয় সমাজের কোনো না কোনো স্তরের মানুষের কাছ থেকে। আর তার জলন্ত উদাহরণ হলেন অভিনেত্রী শ্রুতি দাস। তার জীবনে একজন প্রেমিক ছিলেন, যিনি শ্রুতিকে তার গায়ের রং পরিষ্কার করার জন্য হলুদ মাখার উপদেশ দেন। আর তারপরই শ্রুতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। শ্রুতির কথায় তিনি যেমন তাকে সেভাবে গ্রহন না করলে সম্পর্ক রাখার মানে হয় না।

সম্প্রতি শ্রুতি তার সোশ্যাল হ্যান্ডেলে বিদ্রুপের শিকার হয়েছেন। শ্রুতি দাস তার অভিনীত ধারাবাহিক ‘দেশের মাটি’-তে দিব্যজ্যোতি দত্তের বিপরীতে অভিনয় করছেন। আর সেই সংক্রান্ত একটি পোস্ট তিনি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলে সেখানে কমেন্ট বক্সে নানান বিরূপ মন্তব্যে ভরে গিয়েছে। কেউ তাকে ‘পেত্নী’, ‘কুৎসিত’, ‘একে তো বাড়ির কাজের লোক হিসেবেই মানায়’ কমেন্ট করে নীচ মানসিকতার পরিচয় দিয়েছেন। শ্রুতিও চুপ করে থাকার পাত্রী নন। তিনিও একটি পোস্টে লেখেন, “সব হিসেব তোলা থাক”।

Related Articles