বিনোদন

Topless pop star Rihanna-র গলায় গণেশের লকেট, ভাইরাল ছবি

কোনো না কোনো কারণে মাঝেমধ্যেই সমালোচনার শীর্ষে উঠে আসেন মার্কিন পপ তারকা রিহানা(Rihanna)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টপলেস ছবি পোস্ট করে ফের বিতর্কের সৃষ্টি করেছেন তিনি। সেই ছবিতে দেখা গিয়েছে বেগুনি রঙের শর্টস পরে রয়েছেন রিহানা। তবে বিতর্ক তৈরি করেছে তার গলার গনেশ মূর্তির মালা। যা দেখা মাত্রই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে শোরগোল।

তবে শুধু এবারেই নয়, কয়েকদিন আগেও চর্চায় এসেছিলেন তিনি। আসলে ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে তিনি একটি ট্যুইট করেছিলেন। যেখানে লিখেছিলেন, ‘আমরা কেন কথা বলছি না।’ এরপর থেকেই সমালোচনার সম্মুখীন হন তিনি।

যেই কারণে বলিউড অভিনেত্রী কঙ্গণা রাণাওয়াত(Kangana Ranaut) প্রশ্ন তোলেন, ভারতের ব্যাপারে রিহানা কেন নাক গলাচ্ছেন। ঠিক তারপর থেকেই ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন সেলিব্রিটিরা।

যেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar), বিরাট কোহলি(Virat Kohli), অক্ষয় কুমার(Akshay Kumar) প্রমুখ। এমনকি তাদের তরফ থেকে এও বলা হয় যে, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে দেশের বাইরের কারোর কোনোরকম হস্তক্ষেপ বা পরামর্শ বরদাস্ত করা হবে না। যদিও তারপরও এই বিষয়ে মুখ খুলতে দেখা যায় মিয়া খলিফা ও পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে। তার স্পষ্ট জানিয়েছেন যে, সব পরিস্থিতিতেই তারা কৃষকদের পাশে রয়েছেন।

Related Articles