মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল ৬ মাসের অন্তঃসত্ত্বা সহ স্বামী

এবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি ব্রিজে। জানা গিয়েছে, গত শুক্রবার গভীর রাতে ওই দম্পতি বাড়ি ফিরছিলেন। তার মোটর সাইকেলে করে খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের রায়খা থেকে ফিরছিলেন নিজের বাড়ি ব্রাহ্মণচকে। তারা হাড়োয়া রাধানগর ব্রিজ ধরে ফিরছিলেন মোটর সাইকেলে।
এরপর কুলগাছি ব্রিজ যেতেই পিছন থেকে আসা একটি ১০ চাকার ট্রাক এসে ধাক্কা মারে ওই দম্পতির মোটর সাইকেলে। বছর বাইশের সাথী মন্ডল ছিলেন অন্তঃসত্ত্বা। অপরদিকে তার স্বামী বছর ২৬-এর পীযূষ মন্ডল। সাথী মন্ডলের দুর্ঘটনার স্থানেই মৃত্যু হয়। পীযূষ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের দু’জনকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাথীর তখনই মৃত্যু হয়।
হাসপাতাল থেকেও তাকে মৃত বলে ঘোষণা করে। স্বামী পীযূষ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক থাকার ফলে তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানান্তর করার সময় রাস্তায় মৃত্যু হয় পীযুষের। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।