নিউজ

মর্মান্তিক! বিবাহ-বার্ষিকীতে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু যুবকের

সময় বাঁচাতে গিয়ে অকালে প্রাণ হারালেন এক ব্যক্তি। রেললাইন পারাপার করার সময় তিনি একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য মালগাড়ির মাথায় চড়ে বসেন তিনি। আর এরফলে রেলের হাইভোল্টেজ বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হল তার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার রেলস্টেশনে। ওই ব্যক্তির নাম জানা গিয়েছে মনিশ কুমার। তার বয়স ৩০ বছর। তিনি আম্বেদকর কলোনির বাসিন্দা ছিলেন। নিজের বিবাহবার্ষিকীর দিনেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

তার মৃত্যুর খবরে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত মনিশ কুমার চাকরি করেন বিকানেরের বিবিএম সরকারি হাসপাতালে। ঘটনার দিন তার বিবাহবার্ষিকী ছিল। ওইদিন তিনি বাড়ি ফেরার জন্য সময় বাঁচাতে আলওয়ার জংশনে এক পাশ থেকে অন্য পাশে যেতে লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির মাথায় চড়ে বসেন। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি রেলের হাইভোল্টেজ বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে আসেন।

এরপর প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। এদিকে সন্ধ্যা বেলায় রেল স্টেশন চত্বরে এমন বিকট শব্দের জেরে চারিদিক থেকে মানুষ ছুটে আসেন। ঘটনাস্থলে আসেন রেল পুলিশ ও স্টেশন মাস্টার। বাঁশ ও মই দিয়ে মৃত দেহটি নামানোর ব্যবস্থা করা হয়।

এই ঘটনা প্রসঙ্গে স্টেশন মাস্টার রং লাল মিনা বলেন, “সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনার কথা জানতে পেরে ছুটে যাই। ৬টা ২০ মিনিটে ওই ব্যক্তির দেহ উদ্ধার করি। রেল লাইন পারাপার করতে গিয়েই ওই ব্যক্তির অঘটন ঘটেছে “।

Related Articles