বিনোদন

বিদায় পর্বে মন খারাপ, কাঁদে কেঁদে বুক ভাসালেন তৃণা, আবেগঘন মুহূর্ত ভাইরাল

টলিউডের বেশ জনপ্রিয় জুটি হলেন নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৪ঠা ফেব্রুয়ারী তাদের গত ১০ বছরের সম্পর্ক সিঁদুর দানে পরিণতি পায়। নীল ও তৃণা একে অপরকে চেনেন গত এক দশক ধরে। যদিও তারা কখনও কোনো ধারাবাহিক কিংবা ছবিতে অভিনয় করেননি। কিন্তু তারা রিয়েল লাইফে প্রেমিক প্রেমিকা ছিলেন। এই সেলেব জুটির বিবাহ অনুষ্ঠানে টলি পাড়ার প্রচুর তারকারা হাজির ছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নীল ও তৃণাকে উপহার দিয়ে আসেন। এই সেলেব জুটির বিয়ে হবে আর সেই মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে সেটিই স্বাভাবিক। বিয়ের আগে থেকে সমস্ত অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় তাপসিয়ার অর্কিড বিল্ডিংয়ে। গায়ে হলুদ থেকে বিয়ে এবং বাসর রাত সমস্ত মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রথমে রেজিস্ট্রির মাধ্যমে আইনি বিবাহ সম্পন্ন হয়। এরপর বাঙালি রীতিতে বিয়ে হয় তাদের। নীল ও তৃণাকে বিয়েতে বাঙালি সাজেই দেখা গিয়েছে। নীলের পরনে পাঞ্জাবি ও তৃণার পরনে লাল বেনারসী ও তার সঙ্গে গয়না। বিয়েতে নীল ও তৃণার অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। বিয়ের পর বাঙালি বিয়ের রীতিতে বাসর রাত হয়। সেখানে জমিয়ে আড্ডা, গান, মজা সবকিছুই হয়। বাসর রাতে সদ্য বিবাহিত স্ত্রী তৃণাকে উদ্দেশ্য করে নীল গেয়ে ওঠে ‘তু বাস দে দে মেরা সাথ’।

অপরদিকে তৃণাও তার স্বামীর উদ্দেশ্যে ‘তু জানে না’ গেয়ে ওঠেন। আর এই সবকিছুর ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি চলে যাওয়ার নিয়ম রয়েছে। আর সেইসময় সকল মেয়েরাই পুরোনোকে ছেড়ে নতুন জগতের উদ্দেশ্যে পাড়ি দেয়। আর সেইসময় মেয়ে ও তার পরিবারের আত্মীয়স্বজনেরা আবেগপ্রবণ হয়ে ওঠে। তৃণারও সেই পালা উপস্থিত হয়। তার মন খারাপ হতেই তার স্বামী নীল ঠিক সামলে নেয় তাকে। আর এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Related Articles