ভাইরাল ভিডিও

পর্যটকদের সামনেই বিশালাকার দুই বাঘের তুমুল লড়াই, আতঙ্কে ভরা ভিডিও ভাইরাল

আমরা চিড়িয়াখানায় গেলে আমাদের দেশের জাতীয় পশু অর্থাৎ বাঘকে চাক্ষুষ করতে পারি। সেখানে জায়গা কম থাকার কারনে বাঘের আসল মনোভাব বা গতিপ্রকৃতি বোঝা সম্ভব হয়ে ওঠে না। যদিও আমরা বইতে পড়েছি বাঘ যেমন হিংস্র প্রাণী সেকরম তার দাপট। আর এই সবকিছুর কারণে বাঘ ভারতের জাতীয় পশু। বাঘ বা অন্যান্য প্রাণীদের খোলা জায়গায় চাক্ষুষ করার জন্য তৈরি হয়েছে নানান অভয়ারণ্য।

আর সেখানে পর্যটকদের বেশ যাতায়াত থাকে। যারা বাঘ বা অন্যান্য পশুদের খোলামেলা জায়গায় চাক্ষুষ করতে চান তারা অভয়ারণ্যে সাফারি করতে যান। আর তারফলে বনের মধ্যে মুক্ত অবস্থায় পশুদের দেখতে পাওয়া যায়। সেরকমই একটি অভয়ারণ্যে দুটি বাঘের লড়াই-এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি যেমন ভয়ঙ্কর তেমনি অবাক করার মতন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভিন কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে। আর তারপরই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুটি পূর্ণবয়স্ক বাঘ বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ একটি বাঘ পথ বদলে আরেকটি বাঘের সামনে চলে আসে এবং অতর্কিতে হামলা শুরু করে। প্রচন্ড গর্জন করে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে মারামারি করডে থাকে। তবে শেষে তারা পাশ কাটিয়ে চলে যায়। আর এই ভিডিওটি টুইটারে পোস্ট করার পর ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Related Articles