গাছের ডালে বসে প্রেমালাপ করছে আর পেয়ারা খাচ্ছে, দুটি টিয়া’র দুস্টু-মিস্টি ভিডিও তুমুল ভাইরাল

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কতকিছু দেখা যায়। গোটা পৃথিবীর এক প্রান্তের ঘটনা আমরা পৃথিবীর অন্য প্রান্তে বসে দেখতে পাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য। সামাজিক মাধ্যমে আমরা মাঝেমধ্যে নানান ভিডিও দেখি কোনোটি মজার আবার কিছু ভিডিও আমাদের অবাক করে।
তবে পৃথিবীর অন্যান্য প্রান্তে নানান ঘটনা যেমন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তেমনি দেশের অলিতে গলিতে ঘটে যাওয়া ঘটনাও আমরা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেখি।
হাতে যদি থাকে একটি স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবস্থা তবে চাইলেই কোনো মূহুর্তকে ক্যামেরায় বন্দী করে তা সামাজিক মাধ্যমে সকলের সামনে তুলে ধরা যায়। সম্প্রতি সেরকমই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ভিডিওতে কেউ গান বা নাচ করে তার প্রতিভা প্রদশর্ন করেনি৷
সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি টিয়া পাখিকে। একটি উঁচু পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খাচ্ছে সে। রীতিমতো পেয়ারা চিবিয়ে খাচ্ছে টিয়া পাখিটি। এইরকম ঘটনা গ্রামেগঞ্জে বেশি দেখা যায়। টিয়া পাখির পেয়ারা খাওয়া ভিডিও নেট দুনিয়ায় আসতেই ভাইরাল। প্রচুর মানুষ কমেন্ট বক্সে তাদের মতামত জানিয়েছেন। ভিডিওটি ক্রমেই লাইক ও কমেন্টের সংখ্যা বেড়ে চলেছে।