বিনোদনভাইরাল ভিডিও

অসাধারণ কায়দায় বেলি ড্যান্স করে নেটদুনিয়ায় ভাইরাল পটল কুমার, তুমুল ভাইরাল ভিডিও

কয়েকবছর আগে মা কাকীমাদের প্রিয় ধারাবাহিক ছিল ‘পটল কুমার গানওয়ালা’। সারাদিন কাজকর্মের পর সন্ধ্যা বেলায় অবসর সময় পেতেই প্রতি বাড়িতে শুরু হয়ে যেতো ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের একটি মেয়ের জীবন দেখার ঘটনা। সেই ধারাবাহিকে পটলের ভূমিকায় একটি ছোট্ট মেয়ে দারুণ অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে যায় গোটা বাংলা জুড়ে। তার বয়সের তুলনায় তার অভিনয় অনেকটাই কদর পেয়েছে।

সেই পটলের আসল নাম হল হিয়া দে। হিয়া ওরফে পটল যখন ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকটিতে অভিনয় করে তখন তার বয়স ছয় বছর। কিন্তু এখন সে এগারো বছরে পা দিয়েছে। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। তবে ‘পটলকুমার গানওয়ালা’-র পর হিয়া ‘আলো ছায়া’ ধারাবাহিকে অভিনয় করে। ‘আলো’-র ভূমিকায় দেখা যায় হিয়াকে। সেখানেও সে দারুণ অভিনয় করে মন জিতে নিয়েছে দর্শকদের।

তবে ক্যামেরার সামনে হিয়া যতোটা শান্ত অফস্ক্রিনে সে ততটাই দূরন্ত। এই কারণে তার বাড়ির লোক তাকে ‘দুষ্টু’ বলে ডাকে। পটল ওরফে হিয়া সদ্য ১০-এর গন্ডি পেরোলেও তার সোশ্যাল মিডিয়ায় বেশ যাতায়াত রয়েছে। আর রয়েছে হাজার হাজার ফলোয়ার্স। ইন্সটাগ্রামে বর্তমানে একটি জিনিস বেশ ভাইরাল, আর সেটি হল রিল ভিডিও। এই রিল ভিডিও করে অনেকেই জনপ্রিয় হয়েছেন।

হিয়াই বা বাদ যাবে কেনো! ইন্সটাগ্রামে মাঝেমধ্যেই নিজের রিল ভিডিও পোস্ট করে হিয়া। আর তা বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সে একটি রিল ভিডিও পোস্ট করেছে যা ভাইরাল হয়েছে। রিল ভিডিওতে দেখা যাচ্ছে হিয়ার পরনে রয়েছে ক্রপ টপ। তবে এবার আর কোনো গানে মুখ নাড়ানো নয়, একেবারে বেলি ড্যান্স করে দেখালো খুদে হিয়া। আর তা মন ছুঁয়েছে তার ভক্তদের।

Related Articles