বিনোদনভাইরাল ভিডিও

হুবাহু শাহরুখের প্রতিচ্ছবি! ভাইরাল কিং খানের হামশকল-এর ছবি

কথায় আছে একজন মানুষের নাকি সাতজন ‘হামশকল’ থাকে। যার অর্থ হল একজনের মতো দেখতে সাতজন থাকতে পারেন। যদিও এটির সত্যতা কতখানি সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অনুষ্কা শর্মার(Anushka Sharma) হামশকল রয়েছে তা আমাদের সকলেরই জানা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউড বাদশা শাহরুখ খানের(Shahrukh Khan) হামশকলের কথা। তার নাম প্রশান্ত ওয়াডলে, যিনি নাগপুরের বাসিন্দা। জানা গিয়েছে ইতিমধ্যেই তিনি বলিউডে কাজ করেছেন, তাও আবার কিং খানের সাথেই। হ্যাঁ, ঠিকই শুনছেন ‘ফ্যান’ ও ‘ডন ২’তে কাজ করেছেন ওই ব্যক্তি। এবার তিনি নাকি সিনেমা পরিচালনা করতে চলেছেন।

এই বিষয়ে তিনি জানিয়েছেন, নিজের তৈরি প্রথম সিনেমা উৎসর্গ করবেন শাহরুখ খানকে। উল্লেখযোগ্য, বলিউডে প্রথম কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন প্রশান্ত। এরপর অভিনয় করেন বেশ কয়েকটি সিনেমায়। শুধু তাই নয় একজনের কৌতুকশিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি। এমনকি দুবাই গিয়ে বলিউড থিম পার্কেও বেশ কয়েকবছর কাজ করেছেন প্রশান্ত।

অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন নতুন কিছু করার। তাইতো এবার পরিচালনা করবেন সিনেমা। অন্যদিকে, শাহরুখও ব্যস্ত রয়েছেন নিজের আগত সিনেমা ‘পাঠান’এর শ্যুটিংয়ে। সেখানে অভিনয় করবেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন প্রমুখ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পাঠানের লুক। বর্তমানে এই সিনেমা মুক্তির অপেক্ষায় সকল অনুগামীরা।

Related Articles