গা ভর্তি সোনার গয়না, পরনে লাল বেনারসি, মাথায় সিঁদুর, চুপিসারে বিয়ে সারলেন মা সিরিয়ালের ‘ঝিলিক’? তুমুল ভাইরাল ছবি

যত দিন যাচ্ছে টেলিভিশন ধারাবাহিকগুলির জনপ্রিয়তা বেড়েই চলেছে। সন্ধ্যে নামলেই টিভির পর্দায় চোখ রাখতে দেখা যায় বয়স্ক থেকে শুরু করে খুদে দর্শকদের। আবার এক একজনের পছন্দ এক একটি ধারাবাহিক। কয়েক বছর আগে স্টার জলসার এমনই একটি ধারাবাহিক ছিল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা।’ দীর্ঘ সাত বছর ধরে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকটি দর্শকদের মনে গেঁথে রয়েছে আজও।
সেখানকার মূল কাহিনী ছিল এক মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়া সন্তানের, ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার। যদিও শেষমেশ মাকে ফিরে পেয়েছিল সে। সেই সন্তান অর্থাৎ ঝিলিকের আসল নাম তিথি বসু(Tithi Bose)। তার সেই করুণ চাহনি আজও ভুলতে পারেননি দর্শকেরা। তবে তিনি আর ছোট্ট ঝিলিক নেই, বর্তমানে পরিণত হয়েছেন হট ও গ্ল্যামারাস অভিনেত্রীতে।
আর অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় তিনি। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করেন মনমাতানো সব ছবি। যা রীতিমতো ঝড় তুলতে সক্ষম অনুগামীদের বুকে।
তবে সম্প্রতি পোস্ট করেছেন এমন কিছু ছবি, যা দেখে সকলে মনে করছেন হয়তো গোপনে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। তবে আসল বিষয়টি তা নয়। এটি ছিল ব্রাইডাল ফটোশ্যুটের কিছু দৃশ্য।
যেখানে তার পরনে রয়েছে লাল বেনারসি, সোনার গয়না, সিঁথিতে সিঁদুর ও মাথায় মুকুট। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।” প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল তার সেই ছবিগুলি। যেহেতু টেলি জগতে চলছে বিয়ের মরশুম, তাইতো অনুগামীরা মনে করেছিলেন এবার তিথিও হয়তো সেই তালিকায় নাম লেখালেন।