অফবিটভাইরাল ভিডিও

আদো আদো কণ্ঠে দেশাত্মবোধক গান শুনিয়ে ভাইরাল বছর ৪-এর খুদে, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ঠিক কতখানি, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি প্রত্যেকেই নিজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি থেকে শুরু করে নাচ, গান বা কোথাও ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিও ভাগ করে নেন নেট দুনিয়ায়। শুধু তাই নয় নিজের সুপ্ত প্রতিভা প্রকাশ্যে আনার জন্যেও এই প্ল্যাটফর্মের জুড়ি মেলা ভার।

তাছাড়া চলমান করোনা আবহে মানুষ একপ্রকার গৃহবন্দী অবস্থা কাটিয়েছেন। তাইতো লকডাউনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে গিয়েছে বহু মাত্রায়। অন্যদিকে বাড়িতে বসেই আমরা পৃথিবীর নানা প্রান্তের বিভিন্ন দৃশ্য দেখতে পারি খুব সহজেই। যেগুলি দেখে একদিকে যেমন আনন্দ পাই, আবার অনেক সময় অবাকও হই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ভিডিও।

যেখানে দেখা যাচ্ছে তিন-চার বছর বয়সী এক খুদের গান গাওয়ার দৃশ্য। তার গলায় কেশরী সিনেমার ‘তেরি মিট্টি’ গানটি শুনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এইটুকু বয়সে তার এই অসাধারণ প্রতিভা একপ্রকার অবাক করেছে সকলকে। তবে শুধু এই গানই নয়, আরও একটি গান ‘নান্না মুন্না রাহি’ও শুনিয়েছে সে। প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

পাশাপাশি কমেন্টে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন সকলে। উল্লেখযোগ্য, বর্তমান সময়ে বাবা-মায়েরা পড়াশোনার প্রতি বাচ্চাদের এতোটাই ব্যস্ত রাখেন যে তারা অন্যান্য সৃষ্টিশীল কাজের জন্য সময়ই পায়না। যার ফলে তাদের সুপ্ত প্রতিভা সকলের সামনে প্রকাশিত হতে পারে না। তাই সকলের উচিত বাচ্চাদের পছন্দের দিকটিকে খেয়াল করে তাতে সহযোগিতা করা।

Related Articles