
বাচ্চা ভূতের কারসাজিতে হাতের সামনে চলে আসছে রাবড়ি মিষ্টি। ভূতের জাদুতে সমস্যা সমাধানও হয়ে যাচ্ছে..দুষ্টু মিষ্টি এই ভূতকে দেখলে মোটেও ভয় পেতোনা কেউ বরঞ্চ ভূতকেও আদরে ভরিয়ে দিয়েছিল সবাই। হ্যা ঠিক ধরেছেন সেই জনপ্রিয় ধারাবাহিক ভুতুর কথায় বলা হচ্ছে।
অল্প সময়ের মধ্যে এই ধারাবাহিক মন জয় করে নিয়েছিল সবার। আর সেই ধারাবাহিকের মূল চরিত্র ভুতু অর্থাৎ আর্শিয়া ব্যানার্জির তার মিষ্টি স্বভাব আর ওইটুকু বয়সে অভিনয়ের দক্ষতার জন্য সকলের পছন্দের পাত্রী হয়ে উঠেছিল।
এরপর আর্শিয়া কে দেখা গিয়েছিল দেবের জনপ্রিয় সিনেমা ককপিটে অভিনয় করতে আর রানু পেল লটারিতেও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাকে। যদিও মুখ্য চরিত্রে তাকে দেখা যায়নি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল সে। কিন্তু দর্শকদের অপেক্ষা শেষ হয়নি আর্শিয়াকে আবার পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন সিরিয়ালপ্রেমীরা। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। এবার যেন দর্শকদের রিটার্ন গিফট দিলেন জন্মদিনে।
ছোট্ট আর্শিয়া বেশ সক্রিয় নিজের ইনস্টাগ্রাম হয়ে গেলে প্রায়শই ফটো শুট আরে ইনস্টা রিল ভিডিও শেয়ার করে নেন ভক্তদের সাথে। আর এবার সেখানেই নিজের কামব্যাকের খবর শেয়ার করে নিলেন সকলের সাথে। সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিনেমাতে কামব্যাক করতে চলেছে সে আর সেই ঝলক ও ইতিমধ্যে নিজের ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন। গাড়ি থেকে নেমে আসে আর্শিয়া চুল ঠিক করে হাঁটছে এইটুকুই দেখা যাচ্ছে। তবে কোন সিনেমা সেই নাম এখনো জানা যায়নি। আশা রাখা যায় খুব শীঘ্রই এই কৌতূহল এর অবসান হবে ।