দেখুন ভিডিও- ক্যামেরার সামনেই পোশাক বদলালেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা

সানিয়া মির্জা (Sania Mirza) যিনি ভারতীয় টেনিস দলের খেলোয়ার এবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করলেন। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বারংবার পোশাক বদল করে ফের নতুন পোশাক পরছেন। আর এই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়ার পর তা ক্রমেই ভাইরাল হয়ে যায়। তাকে ভিডিওতে দেখা যাচ্ছে কখনো তিনি পোশাক পরিবর্তন করে পরছেন আকাশনীল রং-এর নেটের গাউন আবার কখনও গোলাপি রং-এর বেল স্লিভস ফ্লেয়ারড গাউন।
তার পোশাক পরিবর্তনের তালিকায় রয়েছে ট্র্যাক সুট ও টেনিস স্কার্টও। এছাড়া আরও দেখা যাচ্ছে গোলাপি-সাদা লেহেঙ্গা চোলি এবং কমলা রঙের গাউন। আর বারংবার পোশাক বদল এডিটিং-এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে নিমেষেই ভাইরাল। গত ২০১৮ সালের অক্টোবর মাসে সানিয়া মির্জা পুত্র সন্তানের জন্ম দেন। তার পুত্রের নাম ইজহান (Izhaan)। তবে মা হলেও একটুও নিজের সৌন্দর্য কমেনি এই টেনিস তারকার।
বরং নিজেকে আরও ফিট করেছেন তিনি। তিনি ভারতীয় মহিলা হিসেবে টেনিসে এক নম্বর র্যাঙ্ক করে এসেছেন ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এরই মাঝে গত ২০১০ সালের ১২ই এপ্রিল সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib malik)-কে বিয়ে করেন।
বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সানিয়া টেনিস খেলতে থাকেন। তবে গত ২০১৮ সালে চোটের ফলে খেলা থেকে বিরতি নেন টেনিস সুন্দরী। ২০১৬ সালে সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস এগেইন্সট অডস’ প্রকাশ পায়। এই বইতে সানিয়া নিজের জীবনের বেশ কিছু বিষয় খোলামেলা ভাবে তুলে ধরেছেন।