খড়কুটোর নায়িকা ‘তৃণা’র বিয়েতে হাজির মুখ্যমন্ত্রী, কি উপহার দিলেন? দেখুন ভিডিও

টেলি জগতের চলমান বিবাহ মরশুমে গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় তারকা জুটি তৃণা সাহা(Trina Saha) ও নীল ভট্টাচার্য(Nil Bhattacharya)। তাদের বিবাহ উপলক্ষ্যে বেশ কয়েকদিন ধরেই অনুগামীদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। তবে শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি তাদের শুভেচ্ছা ও আশীর্বাদ দিলেন খোদ মুখ্যমন্ত্রী। তাও আবার বিবাহ আসরে উপস্থিত হয়ে।
হ্যাঁ, ঠিকই শুনছেন নীল-তৃণার বিয়েতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আসলে কাজের মধ্যেও মুখ্যমন্ত্রী বাংলা ধারাবাহিক যে বেশ পছন্দ করেন, তা আমরা সকলেই জানি। অন্যান্য দর্শকদের মতোন তিনিও ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার অভিনয় দেখে মুগ্ধ। সেই কথা জানতে পেরেই নিজের জন্মদিনে, মুখ্যমন্ত্রীর হাতে বিয়ের আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন তৃণা।
পছন্দের অভিনেত্রীর আবদার মেটাতে সেই মতো বিয়ের আসরে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। চিরাচরিত নীল পাড় সাদা শাড়ি ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গিয়েছে সকলের প্রিয় দিদিকে। বিয়ের আসর বসেছে তপসিয়ার ‘গ্রীন অর্কিড’এ। সেখানে এসে দিদি আশীর্বাদ করলেন নীল-তৃণাকে। যার ফলে আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন নবদম্পতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেইসব ছবি।
উল্লেখযোগ্য, গত দশ বছরের সম্পর্ককে ৪ঠা ফেব্রুয়ারী বিয়েতে পরিণতি দিলেন নীল ও তৃণা। প্রথম দিকে নিজেদের ভালো বন্ধু বলে দাবী করলেও, একসময় স্বীকার করেন নিজেদের সম্পর্কের কথা। করোনা আবহে খুব কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পন্ন হল বিবাহ। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারাও।