বিনোদন

দীপিকার সঙ্গে বিছানায় ঘনিষ্ঠতার চরম মুহূর্তের আগে কী করেন রণবীর? গোপনীয়তা ফাঁস করলেন বলিউড ‘ডিভা’

বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাডুকোন এবং রনবীর সিং। ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’ বললে যাদের নাম সবার প্রথমে আসে তারা হলেন ‘দীপবীর’ জুটি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে লাইমলাইটে উঠে আসেন তারা। রনবীরকে পেয়ে দীপিকাও(Deepika Padukone) যেন ভাগ্যবতী। কারণ, প্রতিটি মুহূর্তে স্ত্রীর পাশে থাকেন রণবীর। শ্যুটিংয়ের কাজে যাওয়া থেকে শুরু করে মাদকচক্রের দপ্তরে হাজিরা দেওয়া সবকিছুতেই দীপিকা পাশে পেয়েছেন স্বামীকে।

অন্যদিকে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও যেন কৌতুহলের শেষ নেই অনুগামীদের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের সেরকমই একটি ভিডিও। যেখানে রনবীরের বাথরুমের গোপনীয়তা ফাঁস করেছেন দীপিকা(Deepika Padukone)। জানিয়েছেন এমন একটি তথ্য, যা ছিল সকলের অজানা। আসলে একটি অ্যাওয়ার্ড শো’তে স্বামীর সম্পর্কে বলতে বলা হয়েছিল তাকে। সেখানে তিনি রনবীরের সৌন্দর্য্যের প্রশংসা করেছেন।

আর এই প্রসঙ্গে বলেছেন, তার সাথে বিছানায় ঘনিষ্ঠ হওয়ার থেকেও বেশি সময় বাথরুমে কাটান রনবীর। আরও জানিয়েছেন তৈরি হতেও বেশি সময় নেন তিনি। এছাড়া শুতে যাওয়ার আগেও অনেকটা সময় লাগে এই অভিনেতার। এই কথাটি শুনতেই শো’এর সঞ্চালক বিছানা বিষয়টি নিয়ে মজা করতে শুরু করেন। যা শুনে হাসিতে ফেটে পড়েন সকলে।

উল্লেখযোগ্য, বিবাহিত জীবনে ২ বছর কাটিয়ে ফেললেন এই তারকা জুটি। যত দিন যাচ্ছে আরও তাদের মধ্যে যেন রসায়ন ঘনিষ্ঠ হয়ে চলেছে। এই অবস্থায় তাদের পুরনো ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। অন্যদিকে খুব শীঘ্রই ‘৮৩’ নামক সিনেমায় দেখা যাবে তাদের। যেখানে কপিলদেবের জীবনকাহিনীকে ফুটিয়ে তোলা হবে।

Related Articles