আর্থিক সমস্যা লেগেই থাকে এদের জীবনে, আসল কারণ জানিয়েছে চাণক্য নীতি

জীবনে চলতে গেলে যেমন খাদ্য ও বাসস্থানের দরকার তেমনি দরকার বুদ্ধিরও। বুদ্ধি না থাকলে অনেক কাজ কঠিন হয়ে যায়। তাই উপযুক্ত বুদ্ধি সহজ পথ দেখাতে পারে জীবনের পথে। আমাদের ভারতবর্ষের ইতিহাসে একজন জ্ঞানী ও বিশেষজ্ঞ ছিলেন যিনি হলেন আচার্য্য চাণক্য (Chanakya)। তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন, যেমন অর্থনীতি, কূটনীতি, রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান সহ প্রভৃতি বিষয়ে।
এই মহাজ্ঞানী ব্যক্তি নানান নীতির কথা বলেছেন যা মানুষের জীবনের পথে তাকে আরও বুদ্ধিমান করে তোলে। আর এই কারণে বহু প্রাচীনকাল থেকেই মানুষ চাণক্যনীতি অনুসরণ করে। চাণক্য অতি সুক্ষ্ম বিষয় অধ্যয়ন করে জানিয়েছেন একজন মানুষ কতটা দক্ষ হতে পারেন। তার মধ্যে যদি দক্ষতার অভাব থাকে তবে জীবন বঞ্চনায় পরিপূর্ণ হতে পারে। কিছু কিছু গুণ মানুষের জীবনে বিকশিত না হওয়াই ভালো।
চাণক্য বলেছেন মন্দ কথা শোনা থেকে বিরত থাকতে ও মন্দ কাজ করা থেকে দূরে থাকতে। কারণ এই স্বভাব ব্যক্তির অন্দরের ব্যক্তিত্বকে ধ্বংস করে। কারণ ব্যক্তি যত মন্দ কথা শুনবেন ততই তার অন্তরের শুদ্ধতা হ্রাস পাবে। নেতিবাচক চিন্তা করতে শুরু করবেন। এরফলে বাকিরা ওই ব্যক্তির থেকে দূরত্ব তৈরি করতে শুরু করবে।
চাণক্যের মতে নেতিবাচক চিন্তাভাবনা মনে স্থান দেবেন না। এই ধরনের ব্যক্তির ঘরে অর্থকষ্ট দেখা দেয়। কারণ মা লক্ষ্মী ইতিবাচকতায় ভরা এমন ঘরেই থাকেন। তাই নেতিবাচক চিন্তাভাবনা ও কাজ করা থেকে দূরে থাকা উচিত।
জীবনে একজন সফল, সৎ মানুষ হতে গেলে লোভ পরিত্যাগ করতে হবে। কারণ যাদের মনে লোভ আছে তারা কখনও সুখী হন না। লোভ সবদিক থেকে ব্যক্তিকে আঘাত করে। এটি কখনই ভালো কিছুর লক্ষ্মণ হতে পারে না। ইন্দ্রিয়গুলি লোভের মধ্যে বিলীন হতে শুরু করে।