বিনোদন

অন্য কেউ নয়, কাছের মানুষরাই বলে ‘খারাপ’ কথা!

দুইবার বিয়ে ভাঙার পর তৃতীয়বারের জন্য অভিনেত্রী শ্রাবন্তীর(Srabanti Chatterjee) জীবনে প্রেম নিয়ে এসেছিলেন রোশন সিং(Roshan Singh)। তবে সুখ যেন তার দীর্ঘস্থায়ী হয়না, কারণ বেশ কিছুদিন ধরেই শোনা গিয়েছে এই বিয়েও ভাঙতে চলেছে। যদিও তারা কেউই স্পষ্ট করে বিষয়টি সম্পর্কে জানাননি। কিন্তু রোশনের সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে।

যেখানে তিনি বলতে চেয়েছেন, এক সময়ের প্রিয়জনরাই বর্তমানে তার শত্রু হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার সম্পর্কে বিভিন্ন মন্তব্যও করছেন তারা। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই পোস্টে তিনি লিখেছেন, “আমাকে নিয়ে কারো কাছে যদি খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে আমার একসময় খুব ভালো সম্পর্ক ছিল।” যা দেখার পর উঠেছে বেশ কয়েকটি প্রশ্ন।

আসলে কাদের সম্পর্কে তিনি এই কথা বলতে চেয়েছেন? তাহলে কি পরোক্ষভাবে শ্রাবন্তীকে নিয়ে কথা বলতে চাইলেন তিনি? যদিও এই বিষয়ে একমাত্র তিনিই ভালো বলতে পারবেন। উল্লেখযোগ্য, একটি সাক্ষাৎকারে রোশন জানিয়েছিলেন পুজোর সময় থেকেই আলাদা থাকতে শুরু করেছেন তারা। শুধু তাই নয় ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন।

তার ওপর একসাথে থাকার সমস্ত ছবি মুছে ফেলা ও শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পদবী বাদ দেওয়া, তাদের বিবাহবিচ্ছেদের জল্পনায় একপ্রকার ‘আগুনে ঘি’। এখানেই শেষ নয়, শ্রাবন্তীর ছেলে ঝিনুক(Jhinuk) কয়েকদিন আগেই একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা ছিল, কিছু ব্যায়ামবীর মহিলাদের সাথে কীভাবে কথা বলতে হয় তা জানেন না।

যার মাধ্যমে এটা স্পষ্ট যে, এই কথা তিনি রোশনকেই বলেছেন। অন্যদিকে, জীবনে এতো চড়াই-উতরাই থাকলেও রোশন-শ্রাবন্তী দুজনেই কর্মজগতে তার এক বিন্দু প্রভাব পড়তে দেননি। পাশাপাশি নেট দুনিয়ায় একে অপরকে রীতিমতো কটাক্ষ করে পোস্ট করে চলেছেন। তবে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কী, তা একমাত্র তারাই বলতে পারবেন।

Related Articles