ঐশ্বর্যর সেক্সিস্ট কে চেনেন, বিস্ফোরক মন্তব্যে জনরোষে বচ্চন বধূ

তার রূপের জাদুতে আজও মাতোয়ারা সকলে। তার নীল চোখের জোয়ারে মন গলেছে বহু পুরুষের। তাকে বলিউডের সেরা সুন্দরীরের তালিকায় একেবারে প্রথম সারিতেই রাখা হয়। বলার অপেক্ষা রাখে না এখানে কথা হচ্ছে ঐশ্বর্য রাইকে নিয়ে(Aishwarya Rai Bachchan)। সৌন্দর্য্যের বিচারে নন, নিজের অভিনয় যোগ্যতাতে তিনি জিতেছেন বহু মানুষের মন৷ কিন্তু একি এবার বিস্ফোরক মন্তব্য করে জনরোষে ঐশ্বর্য! হঠাৎ কি এমন বলে বসলেন বচ্চন বধু?
বলিউডে পা রাখার পর হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, তাল, জোশ মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে। একসময় বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে বারবার নাম জড়িয়েছে। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে থেকেছেন বচ্চন বধূ। তবে এরই মাঝে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় অভিনয় করার সময় সলমন খানের সঙ্গে ডেটিং করেন ঐশ্বর্য। শুরু হয় তাদের প্রেমের সূত্রপাত।
ঐশ্বর্য সলমনের প্রেম একসময় বি টাউনের হট টপিক ছিল। তাদের প্রেমের রসায়ন ভারী পছন্দ করতেন দর্শকরা। কিন্তু শেষমেশ আর একসঙ্গে থাকা হয়নি সালমান-ঐশ্বর্যর। দুবছরের মধ্যেই হয় ব্রেকআপ।
এরই মাঝে ঐশ্বর্যর ক্যারিয়ারের মধ্যগগণে রাই সুন্দরীকে ডাকা হয়েছিল একটি চ্যাট শোতে। সেই চ্যাট শো চলাকালীন সিমি ঐশ্বর্যকে প্রশ্ন করেন বলিউডের সেক্সিয়েস্ট এবং গর্জিয়াস বলতে আপনি কাকে মণে করেন? বেশি কিছু না ভেবে ২১ বছর বয়সী ঐশ্বর্যর সপাটে উত্তর সলমন খান। সেই সময় ঐশ্বর্য এই উত্তরে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাইবারবাসী। সম্প্রতি পুরনো সেই চ্যাট শোর ভিডিও ভাইরাল হওয়ায় ফের পেজ থ্রির পাতা সরগরম ঐশ্বর্যকে নিয়ে।