সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের বায়োপিকে সুচিত্রা সেন চরিত্রে ঋতুপর্ণা! থাকতে পারেন শ্রাবন্তীও!

বাঙালি টলিউডের মহানায়ক হিসেবে যদি এখনও কাউকে মানে তবে তিনি উত্তম কুমার (Uttam Kumar)। তার অভিনয়, ব্যক্তিত্ব, রূপ সবেতেই বাঙালি ঘোর নেশায় আচ্ছন্ন। তাই যুগ যুগ ধরে তাকে মহানায়ক আসনে বসিয়েছে বাঙালি। এই মহানায়কের এমন প্রতিভাশৈলী মুগ্ধ করে বাঙালিকে। শুধু পশ্চিমবঙ্গ নয়, তার অভিনয় সত্তা গোটা দেশে সমাদৃত। এহেন মানুষের জীবনী নিয়ে ছবি তৈরি হবে না হয় নাকি! যদিও এর আগে মহানায়ক উত্তম কুমারের জীবনী নিয়ে তৈরি হয়েছিল ধারাবাহিক। সেখানক মহানায়কের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন পাওলি দাম (Paoli Dam)।
তখনকার সময়ে উত্তম-সুচিত্রা (Suchitra Sen) জুটি ছিল বেশ জনপ্রিয় । তাদের একসঙ্গে প্রচুর সিনেমা রয়েছে। আর এই জুটিকে বারংবার একসঙ্গে দেখতে হলমুখী হতো দর্শক। অভিনয় শৈলীর দিক থেকে উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) মধ্যে কে ভালো তা নিয়ে তর্ক লেগে থাকে। তবে উত্তম কুমারের মতন ক্যারিজমা কারোর ছিল না। পর্দায় নায়িকাদের সঙ্গে উত্তম কুমারের অভিনয় ঝড় তোলে বাঙালি হৃদয়ে। তবে উত্তম-সুচিত্রা জুটিকে টেক্কা দেওয়ার মতন জুটি এখনও তৈরি হয়নি। এবার উত্তম ও সুচিত্রাকে পর্দায় ফুটিয়ে তুলতে আসছে উত্তম কুমারের বায়োপিক। পরিচালক অতনু বোসের হাত ধরেই আসছে এই সিনেমা।
এবার নতুন বছরে সবচেয়ে বেশি বাজেটের ছবি হতে চলেছে এটি। তবে এখনও পরিচালক স্পষ্ট ভাবে জানাননি তার ছবিতে উত্তম কুমারের ভূমিকায় কে অভিনয় করবে। তবে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এমনটাই জানা গিয়েছে বিশেষ সূত্রে। তবে পরিচালক উত্তম কুমারের চরিত্রে কাকে বাছবেন তা নিয়ে চিন্তায় আছেন। তবে সুচিত্রা সেনের ভূমিকায় যদি ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেন তবে উত্তম কুমারের ভূমিকায় প্রসেনজিৎ-কেই মানাবে।
জানা গিয়েছে, পর্দায় উত্তম কুমারের স্ত্রী-এর চরিত্রে অর্থাৎ গৌরি দেবীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)। ছবিতে ৭০ জন অভিনেতা থাকবেন বলে জানা গিয়েছে। পরিচালক মার্চ মাসের শুরুতে সবকিছু জানিয়ে দেবেন বলে এমনটাই খবর। ছবির শ্যুটিং কলকাতার ভবানিপুরে উত্তম কুমারের বাড়ি ঘিরেই হবে বলে জানা গিয়েছে।