বিনোদন

করিনার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে কার পরামর্শ নিয়েছিলেন সইফ, অতান্ত গোপনে করেছেন এই কাজ

বলিউডের পাওয়ার কাপল সঈফ আলি খান(Saif Ali Khan) ও করিনা কাপুর খান(Kareena kapoor Khan)। তবে এই অভিনেত্রীর আগে আরও একবার বিবাহ করেছিলেন সঈফ। অমৃতা সিংয়ের সাথে বিয়ে হওয়ার পর জন্ম হয়েছে দুই সন্তানের। কিন্তু তার জীবনে আরও একবার প্রেম নিয়ে আসে বলিউডের ‘বেবো।’ তারপর পাঁচ বছরের প্রেম এবং আট বছরের দাম্পত্য জীবন। বর্তমানে সন্তান তৈমুরকে নিয়ে সুখের সংসার এই তারকা জুটির।

পাশাপাশি আর কিছুদিন পরই জন্ম নেবে তাদের দ্বিতীয় সন্তান। তবে সবটা মোটেই সহজ ছিল না। তাইতো করিনার সাথে ডেটে যাওয়ার আগে এক বন্ধুর পরামর্শ নিতেন সঈফ। কী অবাক হলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে আমরা সকলেই জানি, সম্পর্কে থাকলে হাজারো চড়াই-উতরাই আসে। এই পরিস্থিতিতে দরকার একজন বিশ্বস্ত বন্ধুর।

এই বন্ধু হিসেবে তিনি পাশে পেয়েছিলেন বলিউডের আরেক অভিনেত্রী রানী মুখার্জিকে(Rani Mukherjee)। রানী যা যা বলেছিলেন সেসব কাজে লাগিয়েই দীর্ঘস্থায়ী হয়েছে সঈফিনার সম্পর্ক। এই কথা স্বীকার করেছেন স্বয়ং সঈফ। এই বিষয়ে তিনি জানিয়েছেন, সম্পর্কে জড়ানোর সময় করিনা ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। তাইতো তাকে ডেট করার কথা ভাবতেও পারেননি সঈফ।

এই সময়ে তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন রানী। এই অভিনেত্রী বলেছিলেন, ‘তোমার সাথে একজন পুরুষের সম্পর্ক রয়েছে এমনটা ভাববে সবসময়।’ এই কথা শুনে তেমনটাই করেছিলেন সঈফ। ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ নামক করিনার একটি চ্যাট শো’তে সঈফ নিজের জীবনের পুরনো স্মৃতি শেয়ার করেছেন। যা শুনে করিনার প্রতিক্রিয়াও ছিল দেখার মতোন।

Related Articles