কয়েক ঘন্টা পরই কি মা হবেন করিনা? হাসপাতালে ভর্তির আগে সইফিনার বাংলোয় খান-কাপুর পরিবার

বলিউডের জনপ্রিয় কাপলদের মধ্যে অন্যতম হলেন সঈফ আলি খান(Saif Ali Khan) ও করিনা কাপুর খান(Kareena Kapoor Khan)। কয়েকবছর আগে তাদের পরিবার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান তৈমুর। আরও একবার তাদের পরিবারে খুশির হাওয়া। তবে শুধু খান পরিবারই নয়, কাপুর পরিবারেও একই ছবি। কারণ, দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন করিনা।
জানা গিয়েছে আজই জন্ম নিতে পারে তাদের দ্বিতীয় সন্তান। ইতিমধ্যেই ‘সঈফিনা’র নতুন বাংলোয় হাজির হচ্ছেন দুই পরিবারের সদস্যরা।
এর আগে সঈফ জানিয়েছিলেন ফেব্রুয়ারির প্রথমদিকেই ডেলিভারি হবে করিনার। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ কাটতেই, অনুরাগীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় বহু মাত্রায়। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় বেবোর বাবা রণধীর কাপুর(Randhir Kapoor) সুখবর দেন।
পোস্ট করে লেখেন, ‘চিকিৎসকরা করিনাকে ১৫ই ফেব্রুয়ারি ডেট দিয়েছেন।’ গত ১৫ই ফেব্রুয়ারী ছিল রণধীর কাপুরের ৭৪তম জন্মদিন। সেদিনই শেষবারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল করিনাকে। এরপর বুধবার থেকেই তাদের বাড়িতে আসতে শুরু করেছে আত্মীয়রা। এবার হয়তো আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই জন্ম নেবে তৈমুরের ভাই অথবা বোন।
উল্লেখযোগ্য, দ্বিতীয় সন্তানকে জন্ম দেওয়ার আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ‘সঈফিনা’ জুটি। কারণ, সন্তান জন্মানোর আগে বাড়ি পরিবর্তন করেছেন তারা। তাদের মতে তৈমুরের বেলায় যা করতে পারেননি, সেটাই বাস্তবায়িত করে দেখাবেন এবার। ঠিক করেছেন এই সন্তানকে পুরোপুরি ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে রাখবেন, প্রকাশ্যে আনবেন না কোনো ছবি। আপাতত লাইমলাইট থেকে সম্পূর্ণ দূরে রাখবেন দ্বিতীয় সন্তানকে।