বিনোদন

‘তুমি আমারই অংশ’, সুশান্তের জন্মদিনে চোখে জল দিদি শ্বেতার

খুব অল্প বয়সেই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে তিনি চলে গিয়েছেন পর জগতে। আর রেখে গিয়েছেন হাজারো স্মৃতি। মৃত্যুর এতো মাস পরও তাকে ভুলতে পারেননি কেউ। তিনি আমাদের সকলের পরিচিত মুখ সুশান্ত সিং রাজপুত(Sushant Shingh Rajput)। গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন তিনি। ২১শে জানুয়ারী তার জন্মদিন, বেঁচে থাকলে চলতি বছরে ৩৫-এ পা রাখতেন এই জনপ্রিয় অভিনেতা।

আদরের ভাইয়ের জন্মদিনে বুধবার আবেগপ্রবণ পোস্ট করলেন সুশান্তের(Sushant Shingh Rajput) দিদি শ্বেতা সিং কীর্তি(Shweta Shingh Kirti)। ভাইয়ের সাথে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “ভালোবাসা রইলো ভাই, তুমি আমারই অংশ, আর চিরকাল থাকবে।” শুধু তাই নয়, সাথে হ্যাশ ট্যাগে দিয়েছেন ‘সুশান্ত ডে’ #SushantDay অর্থাৎ সুশান্তের দিন। যা পোস্ট করতেই আরও একবার আবেগপ্রবণ হয়ে পড়েছেন সুশান্তের অনুগামীরা।

অন্যদিকে এদিন শ্বেতা আরও জানিয়েছেন, যেসব মেধাবী পড়ুয়ারা মহাকাশবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তাদের ৩৫ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২.৫ লক্ষ টাকা স্কলারশিপ দেবেন। আমেরিকার UC বার্কলে বিশ্ববিদ্যালয়ে সুশান্তের স্মৃতিতে একটি ফান্ড গঠন করা হয়েছে। এই ফান্ড থেকেই দেওয়া হবে স্কলারশিপ। আমরা সকলেই জানি সুশান্তের স্বপ্ন ছিল, মেধাবী ও দুঃস্থ শিশুদের নাসায় প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।

সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখযোগ্য, খুব কম বয়সেই মাকে হারিয়েছিলেন সুশান্ত(Sushant Shingh Rajput)। এরপর চার দিদি ও বাবার সাথে দিব্যি আনন্দে দিন কাটাচ্ছিলেন তিনি। বলিউডে প্রবেশ করার পর ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন এই অভিনেতা। তবে ভাগ্যের পরিহাস এমনই যে, এতো তাড়াতাড়ি ছেড়ে চলে গেলেন সকলকে। জন্মদিনে আরও একবার তাকে স্মরণ করেছেন সকলকে।

Related Articles