বিনোদন

“তুমি আমার হৃদয় চুরি করেছো, এবার তোমার পদবী চুরি করতে দাও”- তৃনা সাহা

তাদের প্রথম পরিচয় হয়েছিল ২০১১ সালে, তার ঠিক দশ বছর পর বাঁধলেন গাঁটছড়া। হ্যাঁ ঠিকই ধরেছেন, আর কেউ নন তারা সকলের পরিচিত টেলিভিশন তারকা জুটি নীল ভট্টাচার্য(Neel Bhattacharya) ও তৃণা সাহা(Trina Saha)। তবে আসল নাম থেকে তাদের ‘নিখিল’ ও ‘গুনগুন’ নামেই বেশি ভালো চেনেন দর্শকেরা। গত ৪ঠা ফেব্রুয়ারী মহা আড়ম্বরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

তাদের বিয়েতে উপস্থিত ছিলেন অন্যান্য তারকা, বন্ধুবান্ধব-সহ খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। তপসিয়ার অর্কিড গার্ডেনে এসে আশীর্বাদ করে গিয়েছেন প্রিয় অভিনেত্রীকে। ব্যাচেলর পার্টি, আইবুড়ো ভাত, প্রি-ওয়েডিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বিয়ের সমস্ত মুহূর্তের ছবি। যা দেখার পর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।

অন্যদিকে বিয়ে ৪ঠা ফেব্রুয়ারী সম্পন্ন হলেও, রিসেপশনের দিন হিসেবে ঠিক হয়েছিল প্রেমদিবস ১৪ই ফেব্রুয়ারী। সেইমতো পি সি চন্দ্র গার্ডেনে আয়োজিত হয়েছিল গ্র‍্যান্ড রিসেপশন। সম্প্রতি সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তৃণা। যার ক্যাপশনে নীলের উদ্দেশ্যে লিখেছেন, “তুমি আমার হৃদয় চুরি করেছো, এবার আমাকেও তোমার পদবী চুরি করতে দাও। আমায় তুমি ভালোবাসা, হাসি, বন্ধুত্ব দেওয়ার পাশাপাশি সেরা ভ্যালেন্টাইন ডে’র উপহার দিলে।”

এদিন তৃণার পরনে ছিল মেরুন রঙের ডিজাইনার লেহেঙ্গা সাথে মানানসই গয়না। অন্যদিকে নীল পরেছিলেন মেরুন শেরওয়ানি। এই ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে নিমেষে। উল্লেখযোগ্য, দশ বছর আগে আলাপ হয়েছিল নীল-তৃণার। তবে তার কয়েকবছর পর শুরু হয় প্রেম। যদিও নিজেদের ভালো বন্ধু বলেই দাবী করতেন তারা। তবে কয়েকমাস আগে হঠাৎ করেই বিয়ের কথা ঘোষণা করেন এই জুটি।

Related Articles