অফবিটভাইরাল ভিডিও

মন্ত্র নাকি হি-জি-বিজ-বিজ! পুরোহিতের বলা মন্ত্র শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া! বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে ঠিক কতখানি জায়গা দখল করে রয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, প্রত্যেকেই নিজেদের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয় নাচ, গান থেকে শুরু করে কোথাও ঘুরতে গেলেও সেগুলি পোস্ট করেন নেট দুনিয়ায়।

যার দ্বারা পৃথিবীর নানা প্রান্ত থেকে উঠে আসে নানারকম সব দৃশ্য। এক কথায় বলতে গেলে গোটা পৃথিবীকে এক ছাদের তলায় এনেছে সোশ্যাল মিডিয়া। অন্যদিকে নিজের সুপ্ত প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্যেও এই সমানভাবে কার্যকরী। কারণ, খুব কম খরচেই সেগুলি পৌঁছে যায় প্রত্যেকের কাছে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ভিডিও। তবে সেটি কোনো নাচ বা গানের ভিডিও নয়। সেটি হল একজনের বাড়িতে সরস্বতী পুজো চলাকালীন দৃশ্য। সবকিছু ঠিকই ছিল, তবে সমস্যা তৈরি করলো ব্রাহ্মণের বলা মন্ত্র। তিনি এমন মন্ত্র পড়ে পুজো করেছেন যা অন্যদের কথা দূরে থাক, হয়তো নিজেও বুঝতে পারেননি। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

অনেকে আবার এও বলেছেন এইসব ব্রাহ্মণরাই সমাজে বিভেদ তৈরি করছেন। তবে সমালোচনার চেয়ে বেশি এই দৃশ্য দেখে মজাই পেয়েছেন সকলে। প্রচুর কমেন্ট ও রিয়্যাক্টের সাথে সাথে নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিও। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময়ে আমাদের সামনে এমন সব দৃশ্য উঠে আসে।

Related Articles