ঠাম্মির কোলে আদর খাচ্ছে পুঁচকে Yuvaan, একরত্তির ছবি শেয়ার করলেন রাজ

টলিউডের অন্যতম সেরা জুটি হলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। গত ১২ই সেপ্টেম্বর ২০২০তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। করোনার মাঝে একের পর এক ঝড় ঝাপটা গিয়েছে চক্রবর্তী পরিবারের উপর দিয়ে। রাজ চক্রবর্তীর বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মারা যান। এরপর করোনায় আক্রান্ত হন রাজ নিজেই।
অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় করোনার জন্য শুভশ্রীর থেকে আলাদা থাকতে হয় রাজকে কিছুদিনের জন্য। তবে ফের সুস্থ হয়ে ওড়েন রাজ। এত মেঘ কাটিয়ে শেষে গত ১২ই সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম হয় তাদের। এরপর খুশির হাওয়া পরিবারে। জন্মের দিনই একটি ছবি পোস্ট করেন তারা। আর সেখানে লেখেন তাদের ছেলের নাম যুভান (Yuvaan)। এরপরই ছোট্ট যুভানকে নিয়ে মেতেছেন তারা।
মাঝেমধ্যেই যুভানের খুনসুটির ভিডিও পোস্ট করতে দেখা যায় শুভশ্রী ও রাজকে। তাদের ছোট্ট ছেলে তাদের কাছে নয়নের মনি। যুভান বাবা ও মায়ের যেমন আদরের তেমনি তার ঠাকুমারও আদরের। ঠাকুমার সঙ্গেও বেশ কিছু ভিডিও রয়েছে যুভানের। এত ছোট্ট বয়সেই যুভানের নামে সোশ্যাল মিডিয়ায় খুলে গিয়েছে ফ্যানপেজ। সেখানে তার নানান মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হতে দেখা যায়। আজ ছিল সরস্বতী পুজো।
আর এই পুজোতে রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রকে দেখা যাবে না তা হয় নাকি! সকাল সকাল প্রিয় ঠাকুমার আদর খেতে শুরু করেছে যুভান। ঘুম থেকে উঠেই ঠাকুমার কোলে উঠে পড়েছে সে। আর সেই মূহুর্তকে ক্যামেরাবন্দী করেছেন বাবা রাজ। যুভানকে দেখা যাচ্ছে সাদা ফুল প্যান্ট ও সাদা চকোলেট চেক কাট জামায়। এটি পোস্ট করে রাজ ক্যাপশনে লিখেছেন, “ভেরি গুডমর্নিং”।