ভাইরাল ভিডিও

নিজের প্রাণের পরোয়া না করে হিংস্র সিংহের হাত থেকে বন্ধুকে উদ্ধার করল জেব্রা, তুমুল ভাইরাল ভিডিও

জঙ্গল এই শব্দটা মানেই একটা আলাদা অ্যাডভেঞ্চার। জঙ্গলে একসঙ্গে বহু জন্তু থাকে। জঙ্গলের জন্তুদের মধ্যেও কিন্ত থাকে ইউনিয়ন। কিন্ত এবার প্রাণের ঝুঁকি নিয়ে আরেক জন্তুকে বাঁচাল অন্য এক জন্তু। এবার জঙ্গলে এক হিংস্র সিংহের হাত থেকে বন্ধুকে উদ্ধার করল জেব্রা।

কথায় বলে, বন্যারা বনেই সুন্দর। তাই বন্য প্রাণীদের আসল জায়গা বন বলেই মনে করে অনেকে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে এমন কিছু দৃশ্য ফুটে ওঠে যা দেখলে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এরকমই এক ভিডিও। যা দেখে আপনার ভাল লাগলেও গায়ে শিহরন দেবে।

সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে নিজের ছন্দে ঘুরছিল জেব্রার দল। কিন্ত কথায় বলে না যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবারও ঠিক সেটাই হল।

হঠাৎই এক জেব্রাকে তাড়া করে এক সিংহ। এরপর শিকার শুরু করে ওই হিংস্র সিংহ। ঠিক তখনই অন্য এক তার বন্ধুকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ক্ষুধার্ত হিংস্র সিংহের সামনে এসে লড়াই করে। তারপর ওই জেব্রা তার ওই বন্ধু জেব্রাকে সিংহ থেকে উদ্ধার করে।

Related Articles